কলকাতা, 26 এপ্রিল: কাঁথি পৌরসভার ভোটের সিসিটিভি ফুটেজ অডিটের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (calcutta High Court orders to State Election Commission) । মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্য নির্বাচন কমিশনকে 10 দিনের মধ্যে দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে এই ভোটে ব্যবহৃত সমস্ত সিসিটিভির ফুটেজ পাঠাতে হবে । কমিশনকে 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট । 13 জুন মামলার পরবর্তী শুনানি ।
এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে । নির্দেশে হাইকোর্ট বলেছে, সিএফএসএল এই সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে প্রয়োজনে যেকোনও এজেন্সির সাহায্য নিতে পারবে । কাঁথিতে পৌরভোট পর্ব চলাকালীন বুথ জ্যাম, রিগিং, ছাপ্পা ভোট, ভোট লুঠ হয়েছে কিনা বুথের সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখে তা জানাবে সিএফএসএল ।