পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on Contai Municipality Election : কাঁথি পৌরভোটের সিসিটিভি ফুটেজ অডিটের নির্দেশ হাইকোর্টের

কাঁথি পৌরসভার ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সৌমেন্দু অধিকারী। তাঁর আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট (calcutta High Court orders to State Election Commission ) ।

HC on Contai Munipality vote
কাঁথি পৌরভোটের সিসিটিভি ফুটেজ অডিটের নির্দেশ হাইকোর্টের

By

Published : Apr 26, 2022, 3:27 PM IST

Updated : Apr 26, 2022, 6:43 PM IST

কলকাতা, 26 এপ্রিল: কাঁথি পৌরসভার ভোটের সিসিটিভি ফুটেজ অডিটের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (calcutta High Court orders to State Election Commission) । মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্য নির্বাচন কমিশনকে 10 দিনের মধ্যে দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে এই ভোটে ব্যবহৃত সমস্ত সিসিটিভির ফুটেজ পাঠাতে হবে । কমিশনকে 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট । 13 জুন মামলার পরবর্তী শুনানি ।

এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে । নির্দেশে হাইকোর্ট বলেছে, সিএফএসএল এই সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে প্রয়োজনে যেকোনও এজেন্সির সাহায্য নিতে পারবে । কাঁথিতে পৌরভোট পর্ব চলাকালীন বুথ জ্যাম, রিগিং, ছাপ্পা ভোট, ভোট লুঠ হয়েছে কিনা বুথের সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখে তা জানাবে সিএফএসএল ।

আরও পড়ুন : মালদার বোমা বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবিতে মামলা হাইকোর্টে

উল্লেখ্য, ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে কাঁথি পৌরসভার ভোট বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী । তাঁর মূল অভিযোগ ছিল, কাঁথি পৌরসভায় যে ভোট হয়েছে তার সমস্ত সিসিটিভি ফুটেজ হয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন ফরেনসিক পরীক্ষা করানোর ব্যাবস্থা করুক। অথবা সিবিআইকে দিয়েও সেই কাজ করানো হোক । সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়ার অভিযোগও করা হয়েছিল । তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি ও তাঁর ছেলে সুপ্রকাশ গিরির নির্দেশে এই ভোটে ব্যপক সন্ত্রাস হয়েছে বলে আগেই অভিযোগ করেছিল গেরুয়া শিবির ।

Last Updated : Apr 26, 2022, 6:43 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details