কলকাতা, 1 নভেম্বর: টেট পাশের শংসাপত্র দেওয়ার বিষয়ে আজই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং মামলাকারী আইনজীবীদের বৈঠকে (Primary Board to Meeting with Litigating Lawyers) বসার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ 2014 এবং 2017 সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের শংসাপত্র দেওয়া হচ্ছে না-বলে অভিযোগ করা হয়েছে ৷ ফলে তাঁরা নিজেদের প্রাপ্ত নম্বর জানতে পারছেন না বলেও কলকাতা হাইকোর্টে জানান মামলাকারীদের আইনজীবীরা ৷
এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) বিজ্ঞপ্তি অনুযায়ী, 14 নভেম্বর টেট পরীক্ষায় বসার আবেদনপত্র জমা দেওয়ার শেষদিন ৷ তার আগে যাতে 2014 এবং 2017’র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা শংসাপত্র পান সেই দাবিতেই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল ৷ শংসাপত্র পেলে চাকরিপ্রার্থীরা বুঝতে পারবেন, তাঁরা ইন্টারভিউয়ের জন্য যোগ্য কি না ৷ যদি তা না-হয়, তাহলে 14 নভেম্বরের আগে ফের টেট পরীক্ষায় বসার আবেদনপত্র জমা দেবেন তাঁরা ৷