কলকাতা, 15 জুন: পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার ৷ এর মধ্যে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা কলকাতা পুলিশকে বিশেষ নির্দেশ দিলেন ৷ আদালতে শাসক-বিরোধী শিবিরের বহু প্রার্থী হাজির হয়েছেন ৷ তাঁরা মনোনয়নপত্র জমা দিতে চান ৷ কলকাতা পুলিশ সেই সব প্রার্থীদের নিরাপত্তা দিয়ে গন্তব্যস্থলে নিয়ে যাবে, নির্দেশ আদালতের ৷
রাজ্যের বিভিন্ন এলাকা- বসিরহাট, ক্যানিং, ভাঙর, কাশীপুরে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে যাবেন ৷ সেখানে পৌঁছতে কলকাতা পুলিশকে ওই প্রার্থীদের নিরাপত্তা দিতে হবে ৷ তাঁরা যাতে সময়ের মধ্যে মনোনয়ন কেন্দ্রে পৌঁছতে পারেন, রাজ্য সরকারকে সেই ব্যবস্থা করতে হবে ৷ হাইকোর্টে উপস্থিত সকল প্রার্থীকে হেয়ার স্ট্রিট থানায় পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ বাকি প্রার্থীরা এলাকার থানা, কোথাও এসপি অফিসে এখনই পৌঁছবেন ৷ তাঁদের পুলিশ নিরাপত্তা দিয়ে মনোনয়নপত্র জমা দিতে নিয়ে যাবে ৷ এ বিষয়ে রাজ্যের আপত্তি উড়িয়ে সরকারের আইনজীবীকে বিচারপতি রাজাশেখর মান্থা কটাক্ষ করেন, "পুলিশের জন্য আপনার উদ্বেগকে বাহবা দিয়েও বলছি, সংবিধান রক্ষার স্বার্থে কলকাতা পুলিশ এসকর্ট করে তাঁদের গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে । এটা জরুরি ।"
আরও পড়ুন: মনোনয়নে বাধার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিরোধীরা
বুধবার সকাল 9টা থেকে আজ সন্ধ্যা 7টা পর্যন্ত যেখানে ভোটের মনোনয়নপত্র জমা নিয়ে গোলমাল হয়েছে, সেই সব থানার ওই সময়ের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে ৷ বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্য সরকারকে জানান, যে কোনও মূল্যে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে রাজ্যকে ৷ পুলিশকে পদক্ষেপ করতে রাজ্য সরকারকে নির্দেশ দেন বিচারপতি ৷ মিনাখাঁ, ক্যানিং যেখানেই এই সমস্যা দেখা দেবে, সেখানে আগে থেকে থানাকে এখনই পদক্ষেপ করতে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷