পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: 24 জুন মনোনয়ন জমা পড়ার অভিযোগ, ভিডিও ফুটেজ তলব হাইকোর্টের - নলহাটির বিডিও

15 জুন ছিল পঞ্চায়েত ভোটে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৷ অভিযোগ, 24 জুনও জমা পড়েছে মনোনয়ন ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Jun 30, 2023, 9:46 PM IST

কলকাতা, 30 জুন: আগামী 8 জুলাই রাজ্যে একদফায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ গত 15 জুন ছিল প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৷ কিন্তু অভিযোগ, মনোনয়ন মজা দেওয়ার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও গত 24 জুন মনোনয়ন পত্র জমা পড়েছে ৷ এই অভিযোগে মামলা হয়েছে কলকাতা হাইকোর্ট ৷ এই অভিযোগের প্রেক্ষিতে, শুক্রবার আদালত বিডিওকে নির্দেশ দিয়েছে ভিডিয়ো ফুটেজ জমা দেওয়ার ৷

অভিযোগ, 15 জুন মনোনয়ন জমার শেষ দিন থাকলেও বীরভূম জেলার নলহাটির পঞ্চায়েত সমিতির এক তৃণমূল প্রার্থী আশাধন মাল 24 জুন তাঁর মনোনয়নে দু'জায়গায় সই করেছেন । এই প্রসঙ্গে রাজ্যের বক্তব্য, 14 জুন মনোনয়ন জমা পরেছে । ফলে সইয়ের তারিখ ভুল হতে পারে । এরপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এদিন ওই বিডিও অফিসের 14 জুনের ভিডিয়ো ফুটেজ তলব করেছেন আদালতে । আগামী 5 জুলাই সংশ্লিষ্ট বিডিওকে ওই দিনের ভিডিয়ো ফুটেজ জমা দিতে হবে আদালতে ।

অন্য আরেকটি মামলায়, ইঞ্জিনিয়রদের নির্বাচন কমিশন ভোটের ডিউটি দিলে তাঁদের তা পালন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা । রাজ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে মামলা করে তাদের ভোটের ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছিল ৷ আবেদনকারীদের বক্তব্য ছিল, প্রশাসনিক কাজের বাইরে তাদের রাস্তা, ব্রিজ মেরামত-সহ যাবতীয় কাজ করতে হয় । তাই ইঞ্জিনিয়রদের যেন অব্যাহতি দেওয়া হয় ডিউটি থেকে ।

আরও পড়ুন: 'যত দোষ পুলিশের ঘাড়ে চাপিয়ে হাত ধুয়ে নিলেই হয়ে গেল ?' উষ্মা প্রকাশ বিচারপতির

তবে এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, কোনওভাবে তারা ছাড় পেতে পারেন না । নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ইঞ্জিনিয়রদের পদাধিকার বিবেচনা করে যোগ্য জায়গায় ডিউটি দিতে হবে । সেই বিষয়টি বিবেচনা করবে নির্বাচন কমিশন । উল্লেখ্য, আদালতের নির্দেশে এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হচ্ছে রাজ্যে ৷ ভোটের কাজে সিভিক ভলান্টিয়রদের ব্যবহার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

ABOUT THE AUTHOR

...view details