কলকাতা, 8 নভেম্বর: জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা সংক্রান্ত ইস্যুতে কমান্ড হাসপাতাল ও ইডি দু'পক্ষকে আলোচনায় বসে সিদ্ধান্তে আসার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ সেনাবাহিনীর বাইরে অন্যান্য রোগীদের চিকিৎসা কোথায় হবে, সে ব্যাপারে দু’পক্ষকে আলোচনার মাধ্যমে আগামিকাল আদালতে সিদ্ধান্ত জানাতে হবে ৷ আজ মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা বসু চৌধুরী ৷
বুধবার মামলার শুনানিতে কমান্ড হাসপাতালের আইনজীবী বলেন, ‘‘আমরা ইডি-র বিপক্ষে নই ৷ তবে, আমাদের এখানে একজন স্মাগলারকে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে ৷ প্রয়োজনে এইমসে হোক চিকিৎসার ব্যবস্থা ৷’’
ইডি আইনজীবী ধীরাজ ত্রিবেদী তাঁর সওয়ালে বলেন, ‘‘এইমসের দূরত্ব অনেকটা ৷ ট্রাফিকের যেমন সমস্যা আছে, তেমনই এইমসের পরিকাঠামো নেই ৷’’ উল্লেখ্য, ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা কমান্ড হাসপাতালে রেখে করাতে চেয়েছিল ৷ কিন্তু তাতে আপত্তি জানায় কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এ নিয়ে উচ্চ আদালতের দারস্থ হয়েছিল কমান্ড হসপাতাল ৷ হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ছিল, শুধুমাত্র প্রতিরক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্যই এই হাসপাতাল ৷