পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jyotipriya Treatment Case: জ্যোতিপ্রিয়র চিকিৎসা নিয়ে কমান্ড হাসপাতাল ও ইডিকে আলোচনায় বসার নির্দেশ হাইকোর্টের - Calcutta High Court

Calcutta HC Orders on Jyotipriya Mallick's Treatment Issue: সেনাবাহিনীর বাইরের রোগীদের কোথায় চিকিৎসা হবে ? সেই বিষয়টি আগামিকাল আদালতে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা সংক্রান্ত মামলার শুনানিতে কমান্ড হাসপাতাল ও ইডিকে এ নিয়ে আলোচনায় বসতে নির্দেশ দিল আদালত ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 8:02 PM IST

কলকাতা, 8 নভেম্বর: জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা সংক্রান্ত ইস্যুতে কমান্ড হাসপাতাল ও ইডি দু'পক্ষকে আলোচনায় বসে সিদ্ধান্তে আসার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ সেনাবাহিনীর বাইরে অন্যান্য রোগীদের চিকিৎসা কোথায় হবে, সে ব্যাপারে দু’পক্ষকে আলোচনার মাধ্যমে আগামিকাল আদালতে সিদ্ধান্ত জানাতে হবে ৷ আজ মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা বসু চৌধুরী ৷

বুধবার মামলার শুনানিতে কমান্ড হাসপাতালের আইনজীবী বলেন, ‘‘আমরা ইডি-র বিপক্ষে নই ৷ তবে, আমাদের এখানে একজন স্মাগলারকে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে ৷ প্রয়োজনে এইমসে হোক চিকিৎসার ব্যবস্থা ৷’’

ইডি আইনজীবী ধীরাজ ত্রিবেদী তাঁর সওয়ালে বলেন, ‘‘এইমসের দূরত্ব অনেকটা ৷ ট্রাফিকের যেমন সমস্যা আছে, তেমনই এইমসের পরিকাঠামো নেই ৷’’ উল্লেখ্য, ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা কমান্ড হাসপাতালে রেখে করাতে চেয়েছিল ৷ কিন্তু তাতে আপত্তি জানায় কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এ নিয়ে উচ্চ আদালতের দারস্থ হয়েছিল কমান্ড হসপাতাল ৷ হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ছিল, শুধুমাত্র প্রতিরক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্যই এই হাসপাতাল ৷

আরও পড়ুন:অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ? আমাদের নেতা ? ইডির তলব নিয়ে প্রশ্ন শুনে বিস্ফোরক বালু

সেনার যুক্তি অন্য রোগী বা ভিভিআইপি-দের চিকিৎসার জন্য অনেকাংশে সমস্যা তৈরি হয় ৷ হাসপাতালের শান্তি বিঘ্নিত হয় ৷ সেই কারণেই জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার ব্যবস্থা অন্যত্র করার আবেদন জানায় কমান্ড হাসপাতাল ৷ এমনকী এও বলা হয়, মন্ত্রী বা সাধারণ ব্যক্তিদের চিকিৎসা করাতে গিয়ে তাদের 'ওভার বার্ডেন' হয়ে যাচ্ছে ৷

আরও পড়ুন:জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে ষড়যন্ত্র দেখছেন মমতা, জেলার মন্ত্রীদের সংগঠনে বাড়তি নজরদারির নির্দেশ

নিম্ন আদালতেও জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কমান্ড হাসপাতাল জানিয়েছিল, তারা ওভার বার্ডেন ৷ কিন্তু, নগর দায়রা আদালত তাদের বক্তব্য খারিজ করে দেয় ৷ উলটে মন্ত্রী জ্যোতিপ্রিয়র চিকিৎসা কমান্ড হাসপাতালে করানোর নির্দেশ দেয় ৷ এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details