পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSC Recruitment Case : আজই সিবিআই দফতরে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ হাইকোর্টের

তদন্তের প্রয়োজনে সিবিআই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারে, নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (SSC Corruption Case) ৷ তবে এই নির্দেশ সিঙ্গল বেঞ্চের হওয়ায় সিবিআই হাজিরা রুখতে তৃণমূল মন্ত্রী কি ডিভিশন বেঞ্চে যাবেন ?

Partha Chatterjee
পার্থ চট্টোপাধ্যায়

By

Published : May 18, 2022, 1:52 PM IST

Updated : May 18, 2022, 3:30 PM IST

কলকাতা, 18 মে : মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আজ সন্ধে ছ'টার মধ্যে সিবিআই দফতরে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সিবিআই যদি মনে করে এই মামলার স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়ার প্রয়োজন আছে, তাহলে মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হেফাজতে নিতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি অন্যান্য আধিকারিকদের বেলা চারটের মধ্যে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ হাইকোর্টের (HC orders CBI to take custody of Partha Chatterjee today evening) ।

পার্থ চট্টোপাধ্যায়কে এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন ৷ কিন্তু রাজ্যের আপিলের পরিপ্রেক্ষিতে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছিল ৷ বুধবার সকালে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে তাদের দেওয়া সমস্ত স্থগিতাদেশ প্রত্যাহার করায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঙ্গে সঙ্গে নির্দেশ দেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ তাঁর নিযুক্ত নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সমস্ত সদস্যকে আজই সিবিআই দফতরে হাজিরা দিতে হবে ৷ সিবিআই প্রয়োজনে এঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷

এছাড়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলার রায়দানের সময় পর্যবেক্ষণে উল্লেখ করেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে অবিলম্বে তাঁর পদ থেকে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল যেন সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন ৷

আরও পড়ুন : SSC Recruitment Case : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ

এসএসসি কাণ্ডে আদালতে গিয়ে সেভাবে কোনও লাভ হল না । তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে উপদেষ্টা কমিটি গঠন করেছিলেন, সেই কমিটি পুরোপুরি বেআইনিভাবে করা হয়েছিল । তাই উপদেষ্টা কমিটির সদস্য এবং তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে । সূত্রের খবর, নিজাম প্যালেসে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা নিজেদের মধ্যে বৈঠক করছেন ।

জানা গিয়েছে, এদিন বেলা একটা নাগাদ সিবিআই-এর এসপি পদমর্যাদার আধিকারিক দিল্লিতে সিবিআই-এর সদর দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন । কী কী বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হবে, তা নিয়ে এই ভার্চুয়াল বৈঠকে দিল্লির উচ্চপদস্থ আধিকারিকরা এসপি পদমর্যাদার সিবিআই আধিকারিকদের নির্দেশ দেন । তবে সিবিআই আধিকারিকরা মনে করছেন, এই নির্দেশ সিঙ্গল বেঞ্চের ৷ তাই পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এখনও ডিভিশন বেঞ্চে আপিল জানানোর সুযোগ রয়েছে ।

Last Updated : May 18, 2022, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details