পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Aparupa Poddar: নারদা মামলা, অপরূপার বিরুদ্ধে 4 মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ - Calcutta HC orders CBI

নারদা মামলায় অন্যতম অভিযুক্ত অপরূপা পোদ্দার ৷ এফআইআর থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য মামলা করেছিলেন হাইকোর্টে ৷ চার মাসের মধ্যে সিবিআইকে অপরূপার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দিলেন বিচারপতি ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট

By

Published : Jun 14, 2023, 2:13 PM IST

Updated : Jun 14, 2023, 3:06 PM IST

কলকাতা, 14 জুন: নারদা মামলায় তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে 4 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে সিবিআইকে । বুধবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । সিবিআই বুধবার আদালতে জানিয়েছে, তারা এখনও তদন্ত করছে । পাশাপাশি ভয়েস স্যাম্পল গান্ধিনগর ফরেনসিক ল্যাব থেকে আসতে সময় লাগবে । সিবিআইয়ের এই কথায় ক্ষুব্ধ হয় আদালত । এরপরই 4 মাসের মধ্যে নারদা মামলার অপরূপা পর্ব শেষ করতে হবে বলে নির্দেশে জানিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ।

নারদা মামলায় অন্যতম অভিযুক্ত হিসাবে নাম রয়েছে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের ৷ তিনি এফআইআর থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছিলেন হাইকোর্টে । অপরূপা পোদ্দারের আইনজীবী এই মর্মে আবেদন জানিয়েছিলেন যে এটি 2014 সালের ঘটনা । সিবিআই মামলার তদন্ত করছে ৷ এখনও সেই তদন্ত শেষ হয়নি । এমনকী চার্জশিটেও তাঁর নাম নেই । তাও হেনস্তার সম্মুখীন হতে হচ্ছে অপরূপা পোদ্দারকে । তাই এফআইআর থেকে তাঁর নাম বাদ দেওয়া হোক । তারপরই আজ আদালতের এই নির্দেশ দিয়েছে । বিচারপতি মান্থা নির্দেশে জানিয়েছেন, আগামী 4 মাসের মধ্যে অপরূপার বিরুদ্ধে থাকা মামলার সমাধান করতে হবে ৷ নয়তো নারদা মামলা থেকে নিঃশর্তে মুক্তি দিতে হবে তাঁকে । সিবিআইকে এমনটা নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

আরও পড়ুন:তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা হাইকোর্টে

উল্লেখ্য, 2014 সালে একটা স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজ সামনে আসে ৷ সেই স্টিং অপারেশন করেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল ৷ ওই ভিডিয়ো ফুটেজে রাজ্যের বেশ কয়েকজন তাবড় তাবড় তৃণমূল মন্ত্রী, বিধায়ক থেকে সাংসদকে নগদ টাকা নিতে দেখা যায় । সেই ফুটেজ সামনে আসার পর সাড়া পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে । কিন্তু সেই নারদা মামলায় এখনও তদন্ত করছে সিবিআই । তদন্ত শেষ না হওয়ায় বিচারপতি মান্থা এ দিন ক্ষোভ প্রকাশ করেন ।

Last Updated : Jun 14, 2023, 3:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details