কলকাতা, 17 অক্টোবর: উচ্চ-প্রাথমিকের শিক্ষক নিয়োগে কাউন্সেলিং শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে । যদিও আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ করা যাবে না । এমনটাই জানিয়েছে ডিভিশন বেঞ্চ । উচ্চ-প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল স্কুল সার্ভিস কমিশন । চলতি বছরেই প্রায় 14 হাজার শূন্যপদে নিয়োগ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় এসএসসি । 2016 সালের নিয়োগপ্রক্রিয়া শুরু করতে চেয়ে আবেদন করে স্কুল সার্ভিস কমিশন । মেধাতালিকা প্রস্তুত রয়েছে ৷ আদালত অনুমতি দিলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যেতে পারে ৷ এমনটাই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছিল কমিশন ।
বেনিয়মের অভিযোগে 2020 সালের 11 ডিসেম্বর উচ্চ-প্রাথমিকের প্যানেল বাতিল করে নতুন প্যানেল তৈরির নির্দেশ দেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য । পরবর্তীকালে মামলা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে । সেখানে নিয়োগ প্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ না দেওয়া হলেও যাদের অভিযোগ রয়েছে তাদের অভিযোগ শোনার জন্য কমিশনকে নির্দেশ দেয় আদালত । সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে । নতুন প্যানেল তৈরির জন্য গাইডলাইন বেঁধে দেয় ডিভিশন বেঞ্চ এবং জানায় যে আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ শুরু করা যাবে না । তারপর কমিশন জানায়, তাদের প্যানেল তৈরিতে আদালতের অনুমোদন প্রয়োজন ।