কলকাতা, 20 জুলাই: আগামী সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগামী 24 জুলাই পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ দিল হাইকোর্ট ৷ একইসঙ্গে, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত যাবতীয় নথি-তথ্য আদালতে পেশ করারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ।
ইডি'র তরফে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন করা হয় অভিষেক বন্দোপাধ্যায়ের তরফে ৷ সোমবার বিকাল সাড়ে চারটে নাগাদ সেই মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। অভিষেক মনু সিংভি এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজুর সময়ের সুবিধার জন্যই শুনানির সময় ধার্য করা হয়েছে সোমবার। তবে এদিন বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদৌ গ্রেফতার করার দরকার আছে কি না, তা আমরা জানতে চাই ইডি'র কাছে। আমরা স্পষ্ট হতে চাই তাঁকে হেফাজতে নিয়ে জেরার দরকার আছে কি না !"
ইডি'র তরফে আইনজীবী ফিরোজ এডুলজি এদিন বলেন, "শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ইডি কবে তলব করার পরিকল্পনা করেছে, সেটা এখনই বলা যাচ্ছে না। তাকে গত 14 জুন ডাকা হয়েছিল। তিনি আসেননি ভোটে ব্যাস্ততার কথা বলে। তারপরে আর ডাকা হয়নি। ওঁর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য এবং নথি আছে ইডি'র হাতে।"