কলকাতা, 28 মার্চ:শহিদ মিনারে তৃণমূলের ছাত্র-যুব সমাবেশের জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ মঙ্গলবার এই অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ এদিনের নির্দেশে সব পক্ষকে শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ সভাস্থলের আশেপাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সিসি টিভি ক্যামেরা বসানোরও নির্দেশ দেওয়া হয়েছে ৷ উল্লেখ্য, বুধবার শহিদ মিনার তৃণমূলের যুব ও ছাত্র সংগঠনের যৌথ সমাবেশ হওয়ার কথা ৷ সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee meeting at Shahid Minar) ৷
শহিদ মিনার চত্বরেও বর্তমানে মহার্ঘ ভাতার দাবিতে অবস্থান আন্দোলন করছে সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চ ৷ হাইকোর্টের অনুমতি নিয়েই এই বিক্ষোভ অবস্থান চলছে ৷ শহিদ মিনারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেনার ৷ তাই তৃণমূলের তরফে এই সভার জন্য প্রথমে সেনার কাছে অনুমতি চাওয়া হয় ৷ কিন্তু আদালতের নির্দেশ ছাড়া সেই অনুমতি দিতে প্রথমে রাজি হয়নি সেনা ৷ এদিন হাইকোর্ট একাধিক শর্তের বিনিময়ে তৃণমূলকে সেখানে সভা করার অনুমতি দিল (Calcutta High Court) ৷
নির্দেশে বিচারপতি মান্থা জানিয়েছেন, ডিএ আন্দোলনের মঞ্চের দিকে এবং যেদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হবে সব দিকে সিসিটিভি বসাতে হবে ৷ সভা থেকে কোনওরকম উস্কানিমূলক মন্তব্য যেন না করা হয় পুলিশকে তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে । এদিন আইনজীবী সপ্তাংশু বসু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আদালতে আশ্বাস দিয়েছেন অত্যন্ত শান্তিপূর্ণ সভা করা হবে । সকাল 10টা থেকে 5টার মধ্যে এই সমাবেশ করা হবে । তবে 12টা থেকে মূল ভিড় হবে ।