কলকাতা, 14 নভেম্বর:সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) বিসিসিআইয়ের সভাপতির (BCCI President) পদ থেকে সরানো হয়েছে চক্রান্ত করে, এই অভিযোগ করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)৷ সেই মামলায় মামলাকারীকে 25 হাজার টাকা জরিমানা (HC Fines Litigant) দেওয়ার নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ (HC on Sourav Case)।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী সম্রাট সেন সোমবার আদালতে বলেন, "তিনি এই জনস্বার্থ মামলা সমর্থন করেন না । দায়িত্বের হাত বদল হওয়ার দরকার ছিল । এই নিয়ে আমার কোনও অভিযোগ নেই ।" অন্যদিকে, কেন্দ্রের আইনজীবী অশোক সেন বলেন, "এই মামলা সমর্থনযোগ্য নয় । মামলাকারীকে জরিমানা করে মামলা খারিজ করা হোক ।"
যদিও মামলাকারীর আইনজীবী রমাপ্রসাদ সরকারের যুক্তি ছিল, "জয় শাহ নিজের পদে দায়িত্বে বহাল রয়েছেন । অথচ সৌরভকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সরানো হয়েছে ।" প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সেই সময় সৌরভ গঙ্গোপাধ্যায়কে অপসারণের নথি দেখতে চান ৷ মামলাকারীর আইনজীবী নথি দিতে না পারায় মামলাকারীকে 25 হাজার টাকা জরিমানা করার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
আরও পড়ুন:সৌরভকে বেআইনি ভাবে কেন বিসিসিআই সভাপতি পদ থেকে অপসারণ, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দু সপ্তাহের মধ্যে মামলাকারীর আইনজীবীকে 25 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে । বিসিসিআই সভাপতি পদ থেকে কেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দেওয়া হল, তা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল । মামলাকারীর আইনজীবীর বক্তব্য ছিল, "বিসিসিআই সভাপতি এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় রয়েছে । সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় ঠিক মতো মানা হয়নি !" এই মর্মেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে ।