কলকাতা, 23 জুন: রামনবমী সংঘর্ষ মামলার নথি অবিলম্বে এনআইএ-কে হস্তান্তরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশে জানিয়েছেন, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকলেও রাজ্যকে যত দ্রুত সম্ভব সব নথি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে তুলে দিতে হবে ৷ 6 জুলাই মামলার পরবর্তী শুনানি ৷
30 মার্চ রাজ্যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটে ৷ সেই মামলার শুনানিতে 27 এপ্রিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দেয় ৷ দু'সপ্তাহের মধ্যে থানাগুলিকে যাবতীয় নথি, সিসিটিভি ফুটেজ এনআইএ-কে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ এর মধ্যে এনআইএ রাজ্যের কাছে তিনবার নোটিশ পাঠিয়ে নথি তলব করেছে ৷ কিন্তু তাতেও নথি মেলেনি বলে অভিযোগ। এর ফলে তদন্তে দেরি হবে এবং ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কার করছে তদন্তকারী সংস্থা ৷ তাই মামলার নথি এনআইএ-কে হস্তান্তর না-করায় রাজ্যের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷