পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on Ram Navami: রামনবমীর অশান্তি, এনআইএকে অবিলম্বে নথি হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের - রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি

30 মার্চ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটে ৷ তারপর এ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে ৷ তাতে আদালত এই মামলার তদন্তভার দেয় এনআইএকে ৷ রাজ্য এনআইএ-র সঙ্গে তদন্তে অসহযোগিতা করায় ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট ৷

ETV Bharat
রামনবমীর অশান্তি

By

Published : Jun 23, 2023, 7:01 AM IST

কলকাতা, 23 জুন: রামনবমী সংঘর্ষ মামলার নথি অবিলম্বে এনআইএ-কে হস্তান্তরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশে জানিয়েছেন, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকলেও রাজ্যকে যত দ্রুত সম্ভব সব নথি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে তুলে দিতে হবে ৷ 6 জুলাই মামলার পরবর্তী শুনানি ৷

30 মার্চ রাজ্যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটে ৷ সেই মামলার শুনানিতে 27 এপ্রিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দেয় ৷ দু'সপ্তাহের মধ্যে থানাগুলিকে যাবতীয় নথি, সিসিটিভি ফুটেজ এনআইএ-কে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ এর মধ্যে এনআইএ রাজ্যের কাছে তিনবার নোটিশ পাঠিয়ে নথি তলব করেছে ৷ কিন্তু তাতেও নথি মেলেনি বলে অভিযোগ। এর ফলে তদন্তে দেরি হবে এবং ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কার করছে তদন্তকারী সংস্থা ৷ তাই মামলার নথি এনআইএ-কে হস্তান্তর না-করায় রাজ্যের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

এই সময়ের মধ্যে 3 মে রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে ৷ 19 মে সুপ্রিম কোর্ট নোটিশ ইস্যু করার নির্দেশ দেয় ৷ 5 জুলাই সর্বোচ্চ আদালতে শুনানি হওয়ার কথা । উল্লেখ্য, রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া, চন্দননগর, ডালখোলা-সহ বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটে ৷ তারপরই হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷

আরও পড়ুন: রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

এদিন বিচারপতি রাজাশেখর মান্থা ভর্ৎসনার সুরে জানান, রায়কে চ্যালেঞ্জ করার মানে এটা নয় যে, আগের নির্দেশ কার্যকর করা হবে না ৷ রাজ্য ডিভিশন বেঞ্চের নির্দেশ কার্যকর করতে বাধ্য ৷ তাই আগে নথি হস্তান্তরের ব্যবস্থা করতে হবে ৷ পরে সুপ্রিম কোর্টের নির্দেশ এলে তখন আলাদা পদক্ষেপ হবে ৷ স্থগিতাদেশ পাওয়ার আশা নিয়ে রাজ্য নথি চেপে বসে থাকতে পারে না ৷

ABOUT THE AUTHOR

...view details