পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC cancels recruitment of group D staffs: চতুর্থ শ্রেণির 573 কর্মচারীর চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের - চতুর্থ শ্রেণির কর্মচারীর চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

রাজ্যে চতুর্থ শ্রেণির 573 জন কর্মচারীর চাকরি বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC cancels recruitment of group D staffs)৷ এতদিন তাঁরা যে বেতন নিয়েছেন, তাও ফেরাতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি (corruption in recruitment of group d staffs)৷

calcutta-hc-directs-to-cancel-the-recruitment-of-573-group-d-staffs
573 জন চতুর্থ শ্রেণির কর্মচারীর চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

By

Published : Feb 9, 2022, 3:45 PM IST

Updated : Feb 9, 2022, 6:48 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: 573 জন চতুর্থ শ্রেণির কর্মচারীর চাকরি বাতিল করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (HC cancels recruitment of group D staffs)। রাজ্যে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে আকাশছোঁয়া দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি । এখনই চাকরি খারিজের পাশাপাশি তাঁদের এতদিন যে বেতন দেওয়া হয়েছে, তাও ফেরাতে হবে বলে নির্দেশ দিলেন তিনি ।

এ দিন ক্ষুব্ধ বিচারপতি (Calcutta HC directs to cancel the recruitment of 573 group d staffs ) বলেন, এঁদের সবাইকে মামলায় যুক্ত করা হলেও কেউ এখনও তাঁদের বক্তব্য জানাতে আসেননি । আর এই রায় ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হলেও সেখানে যে কমিটিকে দায়িত্ব দেওয়া হয়, তারা এই কোর্টে সংশ্লিষ্ট দিনে কোনও রিপোর্ট দেওয়ার বা জানানোর প্রয়োজন বোধ করেনি ৷

চতুর্থ শ্রেণির 573 কর্মচারীর চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন:Students unions call Bihar Bandh : রেলে নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন চক্রান্ত ! শুক্রে বিহার বনধের ডাক ছাত্রদের

সিবিআই তদন্তের নির্দেশ বাতিল করে ডিভিশন বেঞ্চ কমিটি করলেও, কীভাবে এই দুর্নীতি হয়েছে, টাকার বিনিময়ে হয়েছে কি না, কারা এর সঙ্গে যুক্ত, এই ব্যাপারগুলো দেখে প্রাথমিক ভাবে কিছুই জানায়নি কমিটি । 14 ফেব্রুয়ারি কমিটিকে প্রাথমিক রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতি (corruption in recruitment of group d staffs) হয়েছে মনে হওয়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন । কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছিল । কিন্তু সেই কমিটি দুমাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও কলকাতা হাইকোর্টের কাছে ফের অতিরিক্ত সময় চেয়েছে । করোনা পরিস্থিতিতে অনুসন্ধানের কাজ এখনও সম্পন্ন করা যায়নি বলে জানিয়েছেন তারা । মামলাটি বর্তমানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে বিচারাধীন রয়েছে । আজ মামলাটি শুনানির জন্য এলে ক্ষুব্ধ বিচারপতি 573 জনের চাকরি বাতিল করার নির্দেশ দেন । পাশাপাশি এঁদের বেতনের টাকা পুনরুদ্ধার করার নির্দেশও দিয়েছেন তিনি ।

আরও পড়ুন:Calcutta High Court : নিয়ম বহির্ভূত নিয়োগ আরও 500 ! সোমবার ফের হলফনামা দেওয়ার নির্দেশ এসএসসিকে

Last Updated : Feb 9, 2022, 6:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details