পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rabindra Bharati Heritage Case: রবীন্দ্রভারতীর হেরিটেজ ভাঙার কাজ আপাতত বন্ধের নির্দেশ, রাজ্যের রিপোর্ট তলব - কলকাতা হাইকোর্ট

রবীন্দ্রভারতীর জোড়া সাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভাঙার কাজে (Rabindra Bharati Heritage Case) নজর দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ এই মামলার পরের শুনানি 21 নভেম্বর ৷

calcutta-hc-directs-state-to-look-into-demolition-of-heritage-building-at-rabindra-bharati-jora-sanko-campus
রবীন্দ্র ভারতীর জোড়া সাঁকো

By

Published : Nov 7, 2022, 1:47 PM IST

Updated : Nov 7, 2022, 3:55 PM IST

কলকাতা, 7 নভেম্বর: রবীন্দ্রভারতীর জোড়া সাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন (Rabindra Bharati Heritage Case) ভাঙার কাজ যেন আপাতত বন্ধ রাখা হয় । নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)৷ এ বিষয়ে আইনি ভাবে সব কাজ হচ্ছে কি না, সে বিষয়ে নজর দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত ।

হেরিটেজ ভবন ভেঙে সেখানে নতুন নির্মাণ হয়েছে । যে ঘরে রবীন্দ্রনাথ প্রথমবার বঙ্কিমচন্দ্র চটোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন, সেই ঘরে এখন তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতি নামে সংগঠনের অফিস করা হয়েছে । গ্রেট ওয়ান হেরিটেজ ভেঙে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে । দুটো ঘর ভাঙা হয়েছে । সেখানে রাজনৈতিক নেতাদের ছবি টাঙানো হয়েছে । তবে নেই কবিগুরুর ছবি । এ ব্যাপারে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও রাজ্যকে রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । আগামী 21 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।

আরও পড়ুন:ঝালদা পৌরসভার কাউন্সিলরকে ফাঁসানোর চেষ্টা পুরুলিয়া জেলা পুলিশের ! হাইকোর্টে মামলা দায়ের

মামলাকারীদের তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে তৃণমূল পার্টি অফিস বানানো হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়া সাঁকো ক্যাম্পাসে । কোনও রকম হেরিটেজ আইনের তোয়াক্কা করা হয়নি । এ ব্যাপারে মামলাকারীদের বক্তব্য হলফনামার আকারে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 21 নভেম্বরের মধ্যে ।

Last Updated : Nov 7, 2022, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details