কলকাতা, 18 অক্টোবর: আলিপুরদুয়ারের সমবায় দুর্নীতি মামলার তদন্তে সিবিআই আজ কলকাতা হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিল ৷ আর এই মামলার তদন্তে উত্তরবঙ্গে যেতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ৷ সেই কারণে রাজ্য সরকারের থেকে সহযোগিতা চেয়ে আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের সুপারিশ অনুযায়ী, রাজ্য সরকারকে সবরকম সাহায্যের নির্দেশ দেন ৷
আদালতের নির্দেশ অনুযায়ী, বুধবার আলিপুরদুয়ার সমবায় দুর্নীতি মামলার প্রাথমিক তদন্ত রিপোর্ট আদালতে জমা দিয়েছে সিবিআই ৷ সেই সঙ্গে একটি সমস্যার কথাও আদালতে সিবিআইয়ের আইনজীবী তুলে ধরেন ৷ আর তা হল, উত্তরবঙ্গে এই মামলার তদন্তের জন্য পর্যাপ্ত পরিমাণ লোকবল না থাকার সমস্যা ৷ কারণ, সম্প্রতি রাজ্যে একাধিক দুর্নীতি মামলার তদন্তভার রয়েছে সিবিআইয়ের হাতে ৷ কিন্তু, সেই অনুযায়ী লোকবল নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ তাই উত্তরবঙ্গে এই মামলার তদন্তের জন্য যাতে রাজ্য সরকার সাহায্য করে, সেই আবেদন এ দিন আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী ৷
আবেদনে বলা হয়, দু’জন এসআই, 8 জন কনস্টেবল এবং মহিলা কনস্টেবল দেওয়া হোক ৷ তাঁদের ডেপুটেশনে নিয়ে তদন্তে কাজে লাগাতে চায় সিবিআই ৷ সঙ্গে উত্তরবঙ্গে অস্থায়ী সিবিআই ক্যাম্প করার জন্য ঘর ও গাড়ির ব্যবস্থা করতে রাজ্যকে নির্দেশ দেওয়ার আবেদন করা হয় ৷ আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, রাজ্যকে আলিপুরদুয়ারে সিবিআই আধিকারিকদের চারটি ঘরে থাকার ও অফিসের ব্যবস্থা করতে হবে ৷ তদন্তের স্বার্থে একমাসের মধ্যে এইসব ব্যবস্থা করতে হবে ৷ রাজ্যের মুখ্যসচিবের কাছে এই নির্দেশ রেজিস্ট্রার জেনারেল পাঠাবেন ৷ সমবায় দুর্নীতি মামলার পরবর্তী শুনানি হবে আগামী 18 ডিসেম্বর ৷ অর্থাৎ, ঠিক দু’মাস পর ৷