কলকাতা, 17 ফেব্রুয়ারি: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে ভাঙরে মিছিল করতে চেয়েছিল বামেরা ৷ কিন্তু 19 ফেব্রুয়ারি বামাদের ওই মিছিলে অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ ওই এলাকায় 144 ধারা জারি থাকায় মিছিল করা যাবে না বলে শুক্রবার হাইকোর্টে জানায় রাজ্য ৷ তবে এদিন রাজ্য পুলিশের কাছ থেকেও কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷
নওশাদ সিদ্দিকীর গ্রেফতারির পর ভাঙড় ও কাশিপুর থানা এলাকায় জারি হয়েছে 144 ধারা । কিন্তু থানার আইসি 144 ধারা জারি করতে পারেন কি? এই জবাব চেয়েছে হাই কোর্ট ৷ বিচারপতি রাজাশেখর মান্থা ভাঙরে সিপিএম-এর মিছিলের অনুমতি চেয়ে দায়ের করা মামলায় নির্দেশ দিয়েছেন, কেন 144 ধারা জারি আছে, কতদিন থাকবে, এখন পরিস্থিতি কেমন এই সংক্রান্ত বিষয়ে পুলিশকে উত্তর দিতে হবে ৷ একইসঙ্গে, থানার আইসি 144 ধারা জারি করতে পারেন কি না, সেই প্রশ্নেরও জবাব দিতে হবে (left rally at Bhangar)।
এদিনের শুনানিতে সিপিএম-এর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "জেলাশাসক, ম্যাজিস্ট্রেট বা সরকার মনোনীত পদাধিকারী ছাড়া 144 ধারা প্রয়োগ করার ক্ষমতা নেই । কিন্তু এখন দেখা যাচ্ছে থানার ওসি ওই নির্দেশ দিচ্ছেন ।" উল্লেখ্য, আইএসএফ ও তৃণমূলের মধ্যে গোলমালে গত কিছুদিন ধরে উত্তপ্ত ভাঙর, কাশিপুর থানা এলাকা । অভিযোগ, সেখানে বিরোধীদের শায়েস্তা করতে 144 ধারা প্রয়োগ করে রাখা হয়েছে।