কলকাতা, 22 নভেম্বর:2021 সালের ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত আদালত অবমাননার মামলায় বুধবার পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট । রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল । ওই মামলা শুনবে নতুন বৃহত্তর এই বেঞ্চ । এই বেঞ্চে রয়েছেন হাইকোর্টের দুই প্রবীণ বিচারপতি । নতুন এই বৃহত্তর বেঞ্চে থাকছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি চিত্তরঞ্জন দাশ, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তী ।
এর আগে এই বেঞ্চে ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি সুব্রত তালুকদার । এর মধ্যে রাজেশ বিন্দাল বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে আছেন । অন্যদিকে সুব্রত তালুকদার অবসরগ্রহণ করেছেন। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি সেন আগেও এই বেঞ্চের সদস্য ছিলেন ।
2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে । সেই মামলার শুনানি করতে পাঁচ সদস্যের বিশেষ বেঞ্চ গঠন হয় কলকাতা হাইকোর্টে । বিশেষ বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয় । পাশাপাশি খুন, ধর্ষণ ও ঘরছাড়াদের চিহ্নিত করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয় রাজ্যকে । কিন্তু রাজ্য সেই নির্দেশ যথাযথভাবে পালন করেনি বলে দাবি করে রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল । তিনি প্রধান বিচারপতিকে নতুন বেঞ্চ গঠন করে পুনরায় বিষয়টি শোনার আর্জি জানিয়েছিলেন ।