কলকাতা, 21 ডিসেম্বর: কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের শিশুদের কেক বিতরণ অনুষ্ঠানের অনুমতি দিল না হাইকোর্ট । যোধপুর পার্কে রাস্তা আটকে বড়দিনের কেক বিতরণের অনুষ্ঠানের আর্জি জানানো হয়েছিল ৷ এই আবেদন শুনে ক্ষুব্ধ হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ । বেঞ্চের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষকে এইভবে সমস্যায় ফেলার পক্ষে নয় আদালত । বিশেষত শিশুদের স্কুলের মতো জায়গায় তো নয়ই । সেই জন্য আদালত পরিষ্কার জানাচ্ছে কোনও রাস্তা বন্ধ করা যাবে না ৷ ওই জায়গায় কোনও অনুষ্ঠানও করা যাবে না ।
উদ্যোক্তাদের তরফে আদালতে বলা হয়, "অল্প সময়ের অনুষ্ঠান । কোনও রাস্তা অবরোধ করা হবে না সেখানে । ইতিমধ্যে অনুষ্ঠানের কুপন বিতরণ হয়ে গিয়েছে । " ক্ষুব্ধ প্রধান বিচারপতির বক্তব্য, "তাহলে কী , এইবারে পুলিশ নিরাপত্তাও পেয়ে যাবেন ! দুর্গাপুজো এই রাজ্যের ঐতিহ্য । এই রাজ্যের উৎসবের অঙ্গ । এই নিয়ে কোনও কথা শুনতে চাই না ।"
কলকাতার 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি দাসের উদ্যোগে ক্লাব উন্নয়ন সমন্বয় পরিষদ আয়োজন করেছিল অনুষ্ঠানটির । এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মালা রায়-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বের । শুনে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । প্রধান বিচারপতি সাফ জানান, "বড়দিন এই রাজ্যের অনুষ্ঠান নয় । অনুষ্ঠান করতে হলে রাজ্যের বাইরে গিয়ে করুন ।"
মামলাকারী প্রাঞ্জলা সেনের তরফে আইনজীবী সৌম্য মজুমদার বলেন, "যোধপুর পার্কে একটা বিশেষভাবে সক্ষমদের স্কুল রয়েছে । একটা হাসপাতাল রয়েছে । সেখানে বড়দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে । কেক বিতরণ করা হবে । গত দু'বছর ধরে এটা করা হচ্ছে ।"