পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: বিরোধীদের মনোনয়ন জমায় বাধা দেওয়ার অভিযোগ, কমিশনের কাছে জবাব তলব হাইকোর্টের

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে ক্যানিংয়ের একটি মামলায় কমিশনের কাছে বিরোধীদের মনোনয়ন জমা করতে না দেওয়ার অভিযোগের জবাব তলব করা হয়েছে ৷ সেই মামলার শুনানিতেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের সংখ্যা দেখে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

By

Published : Jun 22, 2023, 7:35 PM IST

কলকাতা, 22 জুন: পঞ্চায়েত নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ বৃহস্পতিবার পঞ্চায়েত ভোট সংক্রান্ত একটি মামলার শুনানিতে তিনি এই বিস্ময় প্রকাশ করেন ৷ বলেন, ‘‘274টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ ! গণতান্ত্রিক দেশে কোনও নাগরিককে এই ভাবে বাধা দেওয়া যায় না ৷’’

প্রসঙ্গত, ওই 274 জনই দক্ষিণ 24 পরগনার ক্যানিং-1 ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ৷ বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া সংক্রান্ত একটি মামলাতেই শাসক দলের এই জয়ী প্রার্থীদের প্রসঙ্গ ওঠে ৷ আগামিকাল দুপুর 2টোয় ওই মামলার আবার শুনানি হবে ৷

প্রসঙ্গত, মামলাটি করেন সিরাজুদ্দিন দেওয়ান নামে এক ব্যক্তি ৷ তাঁকে মনোনয়ন পেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ শুনানি চলাকালীন বিচারপতি বলেন, "মামলকারী সিরাজুদ্দিন দেওয়ানকে বাধা দেওয়ার অভিযোগ । জোর করে মনোনয়ন জমা করতে দেওয়া হয়নি । তিনি 15 জুন নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন ।’’

আরও পড়ুন:বিদেশে বসে থাকা প্রার্থীর নামে জমা মনোনয়নও গ্রাহ্য, তাজ্জব বিচারপতি অমৃতা সিনহা

এর পর তিনি প্রশ্ন করেন, ‘‘তারপর কমিশন কী ব্যবস্থা নিয়েছে ? পুলিশ কী করছিল ?" নির্বাচন কমিশনে অভিযোগ নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিয়েছে, তার রিপোর্ট তলব করেছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । আগামিকাল শুক্রবার শুনানির সময় সেই রিপোর্ট পেশ করতে হবে কমিশন ও রাজ্যকে ৷

এদিন শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, "এত দিন পরে কেন আদালতে ?" তখন বিচারপতি সিনহা নিজেই বলেন, "কী করেই বা আসবে । 20 জুন আদালত নির্দেশ দিয়েছে অন্য এক মামলাকারী সিরাজুল ইসলামের আবেদনে । জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে সিরাজুলকে নিরাপত্তা দিয়ে বাড়ি ফেরাতে । মামলাকারীর বাড়ির সামনে সশস্ত্র বাহিনী রাখতে । সিসিটিভি লাগাতে । সেখানে কী করে এই মামলার আবেদনকারী আদালতে আসবেন ! চারদিকে যা ভয়ের পরিস্থিতি !"

প্রসঙ্গত, এদিন বিচারপতি অমৃতা সিনহা পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একাধিক মামলা শোনেন ৷ তার মধ্যে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের একটি মামলার শুনানি চলাকালীন তিনি নিজেই জানতে চান রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা এখনও ওই পদে বহাল রয়েছেন কি না ! রাজ্যে পঞ্চায়েত ভোট আদৌ হচ্ছে কি না ! রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীবা সিনহার জয়েনিং লেটার ফিরিয়ে দিয়েছেন ৷ তার প্রেক্ষিতেই বিচারপতি সিনহা এ দিন এই মন্তব্য করেন ৷

আরও পড়ুন:নির্বাচন কমিশনারের পদে কি তিনি এখনও আছেন, রাজীবা সিনহাকে নিয়ে প্রশ্ন বিচারপতি সিনহার

ABOUT THE AUTHOR

...view details