কলকাতা, 23 সেপ্টেম্বর: রাজ্যে স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত ৷ বর্তমান পরিস্থিতি তেমনটাই বলছে ৷ পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কলকাতা ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্বে পড়ুয়ারা কীভাবে ভর্তি হবেন, তার উত্তর আপাতত নেই ৷ রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী 21 অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে ৷ 1 নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তর স্তরের ক্লাসও শুরু হওয়া প্রয়োজন ৷ দু'টি বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য অপসারিত, আরেকজন গ্রেফতার হয়েছেন (Jolt over admission in post graduation courses in Calcutta University and North Bengal University) ৷
গত 13 সেপ্টেম্বর সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছে আদালত । 2021 সালের 27 অগস্ট তাঁকে পুনরায় উপাচার্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় । রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস ৷ দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি চলে ৷ এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ সোনালি চক্রবর্তীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে তাঁকে অপসারণের নির্দেশ দেয় (HC verdict Sonali Chakravarti Banerjee's recruitment as Vice Chancellor of Calcutta University is illegal)। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ৷
অন্যদিকে 19 সেপ্টেম্বর এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন সুবীরেশ ভট্টাচার্য (CBI arrests Subires Bhattacharya) ৷ বর্তমানে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷ এর আগে 2014-18 সাল পর্যন্ত তিনি স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান (former WBSSC Chairman Subires Bhattacharya) পদে ছিলেন ৷ 26 সেপ্টেম্বর পর্যন্ত তিনি সিবিআই হেফাজত থাকবেন ৷