কলকাতা, 6 সেপ্টেম্বর: টেট পাশের নম্বর নিয়ে আপাতত বহাল রইল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত । এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য ৷ টেট পাশের নম্বর নিয়ে মতভেদ দেখা দিয়েছিল ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে ৷ তারপরেই এই মামলা সেখান থেকে সরে গিয়েছিল সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ৷
গত 3 নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, 2014 এবং 2017-এর টেটে সংরক্ষিত বিভাগের যে প্রার্থীরা 82 পেয়েছেন তাদের টেট উত্তীর্ণ হিসাবে গণ্য করতে হবে এবং 2022-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। মামলাকারীদের দাবি, 2014 এবং 2017-এর টেটে সংরক্ষিত বিভাগের বহু প্রার্থী 150-এর মধ্যে 82 নম্বর পেয়েছে । ফলে এরা গড়ে নম্বর পেয়েছে 54.67 শতাংশ । নিয়ম অনুসারে, 54.67-কে 55 নম্বর হিসাবে গণ্য করতে হবে এবং 55 পেলেই এরা টেট উত্তীর্ণ হিসাবে মান্যতা পাবেন ।