পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on TET Pass Marks: টেট পাশের নম্বর নিয়ে আপাতত বহাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় - টেট পাশের নম্বর

টেট পাশের নম্বর নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কেই আপাতত বহাল রাখলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য ৷ টেট পাশের নম্বর নিয়ে মতভেদ দেখা দিয়েছিল ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে ৷ তারপরেই এই মামলা সেখান থেকে সরে গিয়েছিল সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 3:23 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: টেট পাশের নম্বর নিয়ে আপাতত বহাল রইল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত । এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য ৷ টেট পাশের নম্বর নিয়ে মতভেদ দেখা দিয়েছিল ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে ৷ তারপরেই এই মামলা সেখান থেকে সরে গিয়েছিল সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ৷

গত 3 নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, 2014 এবং 2017-এর টেটে সংরক্ষিত বিভাগের যে প্রার্থীরা 82 পেয়েছেন তাদের টেট উত্তীর্ণ হিসাবে গণ্য করতে হবে এবং 2022-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। মামলাকারীদের দাবি, 2014 এবং 2017-এর টেটে সংরক্ষিত বিভাগের বহু প্রার্থী 150-এর মধ্যে 82 নম্বর পেয়েছে । ফলে এরা গড়ে নম্বর পেয়েছে 54.67 শতাংশ । নিয়ম অনুসারে, 54.67-কে 55 নম্বর হিসাবে গণ্য করতে হবে এবং 55 পেলেই এরা টেট উত্তীর্ণ হিসাবে মান্যতা পাবেন ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতির সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে যায় কিছু চাকরিপ্রার্থী । রায়দানের সময় দুই ভাগে বিভক্ত হয়ে যায় ডিভিশন বেঞ্চ ৷ ভিন্নমত পোষণ করেন দুই বিচারপতি সুব্রত তালুকদার ও সুপ্রতিম ভট্টাচার্য । বিচারপতি তালুকদারের মতে, 150-এর মধ্যে 82 পেলেই টেট উত্তীর্ণ বলে গণ্য করতে হবে ৷

আরও পড়ুন:টেট পাসের নম্বর নিয়ে মতভেদ হাইকোর্টের দুই বিচারপতির, মামলা সরল অন্য বেঞ্চে

অপরদিকে বিচারপতি ভট্টাচার্য জানান, 82.5 বা তার বেশি পেলে তবেই টেট উত্তীর্ণ বলে মান্যতা পাবে । ফলে এই মামলা যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের তৃতীয় বেঞ্চে । বিচারপতি ভট্টাচার্যের এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানান চাকরিপ্রার্থীরা । সেই মামলাতেই বুধবার এই রায় নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

ABOUT THE AUTHOR

...view details