কলকাতা, 13 অক্টোবর: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল ৷ সেই মামলার দীর্ঘ শুনানির পর হাইকোর্টের পর্যবেক্ষণ, ভোটকে ঘিরে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। আর সে কারণেই রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
আগামী 24 নভেম্বর এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে আদালতে এসে উত্তর দেওয়ার নির্দেশও দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থেকে শুরু করে একাধিক বিষয়ে হাইকোর্ট একের পর এক নির্দশ দিলেও নির্বাচন কমিশনার তা পালন করেননি বলে অভিযোগ ওঠে। সেই বিষয়ে দীর্ঘদিন সওয়াল জবাবের পর হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মনে হয়েছে এই অভিযোগ ভিত্তিহীন নয়। তাই নির্বাচন কমিশনারকে আগামী 24 নভেম্বর আদালতে এসে এই সব প্রশ্নের উত্তর পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷
পঞ্চায়েত নির্বাচনে আদালতের একের পর নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনার অমান্য করেছেন দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী-সহ অন্যান্য মামলাকারীরা। সেই মামলার দীর্ঘ শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী গুরুকৃষ্ণ কুমার বলেন, "শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করার কথা ছিল। সেই দায়িত্ব দেওয়া হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকে। কিন্তু কোনও নির্দেশই সঠিক ভাবে মানা হয়নি। রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনা ঘটলেও আদালতের নির্দেশ মেনে ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আদালতের নির্দেশের যে স্পিরিট তাকে অগ্রাহ্য করা হয়েছে।"
আদালতের নির্দেশ থাকা সত্বেও প্রত্যেক বুথে একজন করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয়নি। বিএসএফের আইজি যে রিপোর্ট দিয়েছেন তাতে পরিস্কার ভোটের দিন গোটা রাজ্যজুড়ে ভোটগ্রহণ কেন্দ্রে সন্ত্রাস চালানো হয়েছে। নির্দেশের মূল জায়গাগুলোই পালন করা হয়নি। সংবেদনশীল বুথে এবং এলাকায় বাহিনী দেওয়া, তাদের আনুসঙ্গিক সহযোগিতা দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশকে একেবারেই মান্যতা দেওয়া হয়নি বলে অভিযোগ। পালটা সুপ্রিমকোর্টে আপিল করে রাজ্য। সেখানে তাদের বক্তব্য ছিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করারই প্রয়োজন নেই। বাহিনী মোতায়েন করার বিষয়ে মুল্যায়ন করতে নির্দেশ দিলেও তা করা হয়নি সময় মতো। বাধ্য হয়ে আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে নির্দেশ দেয়। তারপরও সেই বাহিনীকে তাদের কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করে বিরোধীরা।