কলকাতা, 24 অগস্ট:বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা আটকানোর চেষ্টা করায় বেজায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি । "এটা কোনও পুলিশ স্টেট নয় বা জরুরি অবস্থা জারি হয়নি, যে এইভাবে 144 ধারা জারি করা হবে ৷ বিরোধীদের আটকাতে এমন বাচ্চাদের মত যুদ্ধ করা যায় না ।" এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি জয় সেনগুপ্ত । কাঁথির এসডিও'র জারি করা 144 ধারার নির্দেশ খারিজ করে রাজ্যকে তুলোধনা করল হাইকোর্ট । একইসঙ্গে 26 অগস্ট নতুন করে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিলেন বিচারপতি ।
শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে বলেন, "19 অগস্ট খেজুরিতে শুভেন্দুর সভা ছিল । কিন্তু সেদিন থেকে সেখানে 144 ধারা জারি করা হয়েছে । এসডিও'র সেই নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা । খেজুরিতে 19 আগস্ট সভা করার কথা ছিল শুভেন্দুর । কিন্তু তার আগে 18 তারিখ 144 ধারা জারি হয় । পরে 26 অগস্ট সভার দিন স্থির হয় । তালপট্টি ঘাট উপকূল থানা আর অনুমতি দেয়নি ।"
ক্ষুব্ধ বিচারপতি সেনগুপ্ত রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, "বাচ্চাদের মত আচরণ করবেন না । এটা বাচ্চাদের মতো ঝগড়া হয়ে যাচ্ছে । যেহেতু সেখানে সভার কথা জেনেছেন, তাই মনে হচ্ছে তড়িঘড়ি 144 ধারা প্রয়োগ করে দিই? খেজুরি ভাঙড় নয়, সেখান থেকে 144 ধারা প্রত্যাহার হয়েছে । একটা সবপক্ষের বোঝাপড়ার জায়গা থাকা দরকার । এমন হলে খারাপ উদাহরণ তৈরি হবে । আপনাদের এত ইগোর লড়াই কিসের? অশান্তির কথা যদি বলেন, তাহলে আপনারা যাদবপুরে 144 ধারা জারি করেছেন? এটা কী হচ্ছে ! এইভাবে আটকানো যায় না ৷"