কলকাতা, 4 ডিসেম্বর: শীর্ষ আদালতের নির্দেশ মত শিক্ষক, অশিক্ষক কর্মচারী নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নতুন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ গঠন করেছেন বলে হাইকোর্ট সূত্রে খবর। নব গঠিত বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রাশিদির বেঞ্চে এসএসসি সংক্রান্ত মামলার শুনানির আর্জি জানানো হয়েছে। দৃষ্টি আকর্ষণ করলেন, চাকরিপ্রার্থীদের আইনজীবীরা।
একইসঙ্গে, জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদন করেছেন চাকরিপ্রার্থীরা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে আদালতের তরফ থেকে ঠিক করে শীঘ্রই শুনানির দিন জানানো হবে বলেও জানিয়েছে বেঞ্চ। শীর্ষ আদালতের নির্দেশ ছিল, প্রধান বিচারপতি এই সংক্রান্ত মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করবেন। পাশাপাশি সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতে হবে বলেও সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়।
সেই মর্মেই, বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। কিন্তু জানা যাচ্ছে, বিচারপতি দেবাংশু বসাক না-থাকার জন্য দীর্ঘদিন ধরে শুরুই হচ্ছে না এই সংক্রান্ত মামলার শুনানি। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগ সংক্রান্ত প্রায় 12টি মামলাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সমস্ত মামলাতে সিবিআই ও ইডি যৌথ ভাবে তদন্ত করছে। সম্প্রতি এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিমকোর্ট হাইকোর্টকে নির্দেশ দেয় নিয়োগ দূর্নীতি সংক্রান্ত মামলার শুনানির জন্য আলাদা বেঞ্চ গঠন করে আগামী ছয় মাসের মধ্যে শুনানি শেষ করতে হবে বলে নির্দেশ দেয়।
একই সঙ্গে, সিবিআই যেন দু'মাসের মধ্যে তাদের তদন্ত শেষ করে তারও নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সিবিআই তদন্তে মধ্যে দিয়ে যে নথি সুপ্রিমকোর্টে জমা করেছিল তাতেও অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালতের বিচারপতিরা। দ্রুত যেন আরও নথি আদালতে পেশ করা হয় সিবিআইকে সেই মর্মেও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
আরও পড়ুন
- গ্রেফতারির মতো কোনও কঠোর পদক্ষেপে 'না', জাতীয় সংগীত অবমাননার মামলায় হাইকোর্টে স্বস্তি বিজেপি বিধায়কদের
- পিছিয়ে গেল প্রাথমিকের টেট, নতুন দিন ঘোষণা পর্ষদের
- জাতীয় সংগীত অবমাননা মামলায় স্বস্তি বিজেপি বিধায়কদের, 'গ্রেফতার নয়', মৌখিক নির্দেশ আদালতের