পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: যাদবপুরের ছাত্র মৃত্যুর প্রতিবাদে বিজেপি যুবমোর্চার মিছিলে অনুমতি হাইকোর্টের

BJP Yuva Morcha Rally: যাদবপুরের ছাত্র মৃত্যুর প্রতিবাদে গড়িয়াহাট থেকে যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি ৷ যুবমোর্চার মিছিলে অনুমতি দিল আদালত ৷ তবে বেধে দেওয়া হয়েছে মিছিলের সময়সীমা ৷

Calcutta High Court
বিজেপি যুবমোর্চার মিছিলে অনুমতি হাইকোর্টের

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 6:24 PM IST

কলকাতা, 23 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে বিজেপি যুবমোর্চার মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ তবে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার বেলা আড়াইটা থেকে সাড়ে 5টা পর্যন্ত এই মিছিল করতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে । এই মিছিল করতে হবে গড়িয়াহাটের পরিবর্তে গোলপার্ক থেকে এইট -বি বাসস্ট্যান্ড পর্যন্ত । এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত । পাশাপাশি বিভাগীয় ডিসিকে পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।

গড়িয়াহাট থেকে যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলের দাবি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি যুবমোর্চা । তারা আগামিকাল বেলা দুটো থেকে বিকেল সাড়ে 5টা পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়েছিল । কিন্তু পুলিশ এ দিন আদালতে জানায়, বিচারপতি রাজাশেখর মান্থার বেধে দেওয়া গাইড লাইন অনুযায়ী 15 দিন আগে মিছিলের আবেদন করা জরুরি । এর পালটা বিজেপির আইনজীবী বলেন, "শাসকদল কতদিন আগে এমন ক্ষেত্রে অনুমতি নেয়, সেটা জানানো হোক । তাছাড়া বিচারপতি মান্থা অনলাইন ব্যাবস্থায় আবেদন করতে নির্দেশ দিয়েছিলেন, এখনও সেই ব্যবস্থা চালু হয়নি । বিজেপিকে বাধা দিলেও গত 21 জুলাই শুক্রবার সারা কলকাতা স্তব্ধ হয়ে যায় শাসকদলের মিছিলের জন্য । সেখানে কী করে অনুমতি দেওয়া হল?"

আরও পড়ুন:যাদবপুরের ঘটনায় ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয়ের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট

রাজ্যের অবশ্য বক্তব্য, অনলাইন আবেদন চালু হয়েছে । কোনও ছুটির দিনে এই মিছিল হলে আপত্তি নেই । নাহলে যানজট হবে । কাজের দিনে এই রুটে পাঁচ হাজার লোকের মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয় । বিচারপতি সেনগুপ্ত জানান, রাজ্য বিরোধীদের নির্দেশ দিতে পারে না । আগে থেকে পুলিশকে জানিয়ে দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা রাখবে । কারণ এদের যদি বাধা দেওয়া হয় তাহলে এরপর অন্য দলকেও সব মিছিল কিন্তু শনিবার করতে হবে । একজনের জন্য এক নিয়ম, অন্যদের জন্য আলাদা, এটা হতে পারে না ।

ABOUT THE AUTHOR

...view details