কলকাতা, 27 সেপ্টেম্বর: রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের মামলায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ বুধবার সকালে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ 2019 সালের বিজ্ঞপ্তি অনুয়ায়ী পরীক্ষার পর 2021 সালের 26 মার্চ 402 জনের একটি প্যানেল প্রকাশ করে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ৷ সেই তালিকা খারিজ করে দেয় ট্রাইব্যুনাল ৷
রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের গঠিত প্যানেলে দেখা যায়, সংরক্ষিত শ্রেণির কোনও প্রার্থী জেনারেলদের থেকে বেশি নম্বর পেলে তাঁকে জেনারেল ক্যাটেগরিতেই সুযোগ দেওয়া হয়েছিল ৷ এর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় জেনারেল ক্যাটেগরির প্রার্থীরা ৷ তাঁদের বক্তব্য, এতে তাঁদের সুযোগ কমে গিয়েছে ৷ ট্রাইব্যুনাল তাঁদের দাবিকে মান্যতা দিয়ে রাজ্যকে আলাদা তালিকা তৈরি করতে নির্দেশ দেয় ৷ নির্দেশে আরও বলা হয়, যাঁরা সংরক্ষিত শ্রেণির প্রার্থী নয়, চার সপ্তাহের মধ্যে তাঁদের জন্য আলাদা তালিকা তৈরি করতে হবে ৷
এদিকে সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত প্রার্থীদের অভিযোগ, নতুন তালিকায় দেখা যাচ্ছে, যাঁরা লিখিত পরীক্ষায় কম নম্বর পেয়েছেন, ইন্টারভিউতে তাঁরা প্রচুর নম্বর পেয়েছেন বলে দেখা যাচ্ছে ৷ ইন্টারভিউতে গিয়ে তাঁদের দক্ষতা হঠাৎ কীভাবে বেড়ে গেল, সেই দিকটি খতিয়ে না-দেখে ট্রাইব্যুনাল পুরো তালিকাই খারিজ করার নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি ট্রাইব্যুনালের নির্দেশে সংরক্ষণের নিয়মকেই লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে ৷