কলকাতা, 22 নভেম্বর: লাল ও নীল বাতি লাগানো গাড়ির ব্যবহার সংক্রান্ত মামলায় রাজ্যের রিপোর্ট তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । বাতির অপব্যবহার করছে রাজ্যের শাসক দল, অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা (PIL) । সেই মামলাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে ।
কয়েকমাস আগে সিবিআই (CBI) দফতরে হাজিরা দিতে আসার সময় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) একটি লালবাতি লাগানো গাড়ি নিয়ে নিজাম প্যালেসে না গিয়ে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) গিয়ে ভর্তি হন । তারপরই এর বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা ।
এদিন মামলাকারী আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বলেন, "পুলিশের সামনে সব কিছু হচ্ছে । রাজনৈতিক রঙ দেখে পুলিশ কিছু করছে না । রাজনৈতিক নেতারা ইচ্ছে মতো লাল, নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করে ।" এই বক্তব্যের বিরুদ্ধে রাজ্যের তরফে আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক বলেন, "কেন্দ্র সরকারের পরিবহণ দফতর এই ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল ৷ এখন পর্যন্ত সেই নিয়ম রাজ্য পুলিশও মেনে চলে । লাল, নীল বাতি লাগানো গাড়ি সেইভাবেই ব্যবহার হয় ।"