কলকাতা 19 অক্টোবর:অবৈধ কয়লা পাচারে (Coal Scam Case) অভিযুক্ত আব্দুল বারিক বিশ্বাসের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন বিচারপতি শম্পা দত্ত পাল । গত 30 জুলাই কয়লা পাচারে জড়িত অভিযোগে আব্দুল বারিক বিশ্বাসকে গ্রেফতার করে সিআইডি ।
এদিন হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি । তার তরফে আইনজীবী জানান, কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের চার্জশিটে কোথাও তার নাম নেই । সিবিআই তদন্ত করছে এই ঘটনায় । তা সত্ত্বেও উদ্দেশ্য প্রনোদিতভাবে গ্রেফতার করা হয়েছে তাকে ।
আরও পড়ুন:দুর্নীতির তদন্তে একাধিক পুলিশ আধিকারিকের সম্পত্তির হিসেব খতিয়ে দেখছে ইডি
অন্যদিকে রাজ্যের তরফে জানানো হয়, কয়লা পাচার কাণ্ডের সঙ্গে জাতীয় স্বার্থ জড়িত, তার জামিন কোনওভাবেই মঞ্জুর করা উচিত নয় । গোটা রাজ্যের অবৈধ চোরাচালান থেকে শুরু করে একাধিক বেআইনি ব্যবসার সঙ্গে জড়িত এই ব্যক্তি । রাজারহাট নারায়ণপুর থেকে তাকে গ্রেফতার করে তদন্তকারীরা ।
আদালত সূত্রে জানা যাচ্ছে, আব্দুল বারিক বিশ্বাস বসিরহাটের এক প্রভাবশালী ব্যবসায়ী । 2014 সালের মার্চ মাসে 45 কেজি সোনা পাচার করার অভিযোগে তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (Directorate of Revenue intelligence) । পরে, ইডি তার 20 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে । রাজ্যের বিভিন্ন জায়গায় ডজন খানেক ইটভাটা আছে তার এমনটাই জানা গিয়েছে । জামুড়িয়ার জাদুডাঙায় অংশীদারিতে একটি স্পঞ্জ আয়রন কারখানাও রয়েছে ।
আরও পড়ুন:পয়সার দুর্নীতি প্রমাণ হলেও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি অভিষেক
সিআইডি (Crime Investigation Department) সূত্রে জানা গিয়েছে, জেরায় বারিক স্বীকার করেছে সে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে চোরাই কয়লা কিনত আর তা নিজের স্পঞ্জ আয়রন কারখানা ও ইটভাটায় ব্যবহার করত । বারিকের ওই কারখানার যে অংশীদার রয়েছে, তারও খোঁজ চালাচ্ছে সিআইডির বিশেষ তদন্তকারী দল ।