পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dharna at Raj Bhavan: রাজভবনের সামনে ধরনার বিরুদ্ধে বিজেপির মামলার আবেদন নাকচ হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

হাইকোর্টে মুখ পুড়ল বিজেপির ৷ রাজভবনের সামনে তৃণমূলের ধরনা নিয়ে বিজেপির মামলা দায়ের করার আবেদন নাকচ করে দিল কলকাতা হাইকোর্ট ৷

Etv Bharat
কলকাতা হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 4:22 PM IST

কলকাতা, 9 অক্টোবর: রাজভবনের সামনে ধরনা কর্মসূচির বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়েরের আবেদন করেছিলেন বিজেপি শিবিরের এক আইনজীবী ৷ সূর্যনীল দাসের সেই আবেদন সোমবার নাকচ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে মামলা দায়েরের আবেদন জানিয়ে বলা হয় রাজভবন চত্বরে 144 ধারা জারি থাকে । তা উপেক্ষা করে কীভাবে দিনের পর দিন মঞ্চ বেঁধে এই কর্মসূচি চলছে । যদিও বিষয়টি নিয়ে এদিন আইনজীবী সূর্যনীল দাসকে মামলা দায়েরের অনুমতি দেয়নি ডিভিশন বেঞ্চ ।

100 দিনের কাজ-সহ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এবং রাজ্যের প্রাপ্য টাকা আদায়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবন অভিযান করছে শাসকদল । এর আগে এই নিয়ে দিল্লিতে কর্মসূচি করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড । তারপরই রাজ্যে ফিরে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়িয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ চেয়ে অভিষেকের নেতৃত্বে রাজভবনের সামনে ধরনা কর্মসূচিতে বসে তৃণমূল কংগ্রেস । সেই কর্মসূচি ঠেকাতেই বিজেপি শিবিরের আইনজীবী সূর্যনীল দাস বিষয়টি নিয়ে মামলা দায়েরের আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে । যা আজ নাকচ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ ।

রাজভবনের সামনে 144 ধারা জারি থাকার মধ্যেও কীভাবে তৃণমূল কংগ্রেস ধরনা মঞ্চ তৈরি করতে পারে তা নিয়ে রবিবারই নবান্নের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ নবান্নের কাছ থেকে তিনটি বিষয়ে জবাব তলব করা হয়েছে ৷ যদিও এখনও পর্যন্ত নবান্নের তরফে এই চিঠি প্রাপ্তির বিষয়ে কিছুই জানানো হয়নি ৷ তারমধ্যেই বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা দায়েরের আবেদন জানান বিজেপি শিবিরের এক আইনজীবী ৷ তার সেই আবেদন আজ নাকচ করে দেয় হাইকোর্ট ৷

আরও পড়ুন : 144 ধারার মধ্যে মঞ্চ বেঁধে কীভাবে অভিষেকদের ধরনা ? মুখ্যসচিবকে চিঠি রাজ্যপালের

ABOUT THE AUTHOR

...view details