কলকাতা, 15 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে মঙ্গলবারের মধ্যেই ফের নোটিশ পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ (Cal HC on Akhil Giri) ৷
উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রামে দলীয় সভা থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেন রাজ্যের কারামন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরি (Akhil Giri Comment on President Droupadi Murmu) ৷ তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে সোমবার অখিলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানানো হয় কলকাতা হাইকোর্টে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের ও দ্রুত শুনানির আবেদন জানানো হলে প্রধান বিচারপতি তাতে অনুমতিও দেন (Akhil Giri remarks row)।