পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Akhil Giri: রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে অখিল গিরিকে ফের নোটিশ পাঠানোর নির্দেশ হাইকোর্টের - cal hc orders to send notice to akhil giri

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় মঙ্গলবারের মধ্যেই অখিল গিরিকে নোটিশ পাঠাতে হবে ৷ এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আবেদনকারীকে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Cal HC orders to send notice to Akhil Giri) ৷

ETV Bharat
akhil giri remarks row

By

Published : Nov 15, 2022, 4:23 PM IST

Updated : Nov 15, 2022, 4:50 PM IST

কলকাতা, 15 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে মঙ্গলবারের মধ্যেই ফের নোটিশ পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ (Cal HC on Akhil Giri) ৷

উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রামে দলীয় সভা থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেন রাজ্যের কারামন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরি (Akhil Giri Comment on President Droupadi Murmu) ৷ তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে সোমবার অখিলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানানো হয় কলকাতা হাইকোর্টে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের ও দ্রুত শুনানির আবেদন জানানো হলে প্রধান বিচারপতি তাতে অনুমতিও দেন (Akhil Giri remarks row)।

আরও পড়ুন:কারামন্ত্রীকে কারাগারে না পাঠালে রাজ্য অচল করার হুমকি আদিবাসী সংগঠনের

মামলাকারীর তরফে হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অভিযোগ করা হয়, মন্ত্রীর কাছে নোটিশ পাঠানো হলেও তা নিতে অস্বীকার করেন অখিল গিরির দফতরের অফিসাররা । এরপরেই ভিভিশন বেঞ্চ নির্দেশ দেয় মঙ্গলবারের মধ্যেই তাঁকে ফের নোটিশ ধরাতে হবে (Cal HC orders to send notice to Akhil Giri) ৷ বুধবার মামলার ফের শুনানি ৷

Last Updated : Nov 15, 2022, 4:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details