কলকাতা, 23 ডিসেম্বর: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের 53 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Cal HC Justice Abhijit Ganguly) ৷ শুক্রবার এই নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (justice Abhijit Ganguly orders to cancel job of 53 primary teachers) ।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় আগেই বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে 269 জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (WB Primary Teacher Recruitment Scam) । হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ওই 269 জন শিক্ষক ৷ তাঁদের এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ফের ওই 269 জনের বক্তব্য শুনতে হবে হাইকোর্টকে ৷