কলকাতা, 26 জুন: 7 লক্ষ টাকায় নদিয়ায় প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক ব্যক্তিকে । কিন্তু টাকা দেওয়ার পরেও চাকরি পাননি মইদুল মণ্ডল নামে ওই ব্যক্তি । থানায় অভিযোগ দায়ের হয়, মামলা গড়ায় আদালত পর্যন্ত ৷ এই মামলার শুনানিতে, কলকাতা হাইকোর্টে অভিযুক্ত দালালরা সোমবার জানিয়েছে তারা টাকা ফেরত দিতে চায় ৷
এর প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছেন, 4 জুলাইয়ের মধ্যে অভিযুক্তদের মইদুল মণ্ডলকে টাকা ফেরৎ দিতে হবে ৷ এদিন মামলার শুনানিতে দুই অভিযুক্ত দালাল জানায়, চাকরি দেওয়ার প্রতিশ্রিতি দিয়ে নয় বরং ঋণ হিসেবে তারা 7 লক্ষ টাকা নিয়েছিল ৷ এরমধ্যে 1.9 লক্ষ টাকা টাকা শোধ করা হয়েছে বাকি টাকাও ফেরত দেওয়া হবে ৷ এরপরেই বিচারপতি সময় বেঁধে দিয়ে বাকি টাকা ফেরতের নির্দেশ দেন ৷
এদিন এই মামলার শুনানিতে আদালতে সিবিআইয়েকর তরফে কলকাতা হাইকোর্টে বলা হয়, তারা স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে । তাই এই মামলার তদন্তও করতে চায় সিবিআই । আদালত নির্দেশ দিলে তাদের কোনও আপত্তি নেই ।