পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: দুর্নীতি মামলায় ধৃত সুবীরেশ ভট্টাচার্যের জামিন মামলায় সিবিআইয়ের রিপোর্ট তলব হাইকোর্টের - সিবিআইয়ের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুবীরেশ ভট্টাচার্যর (Subiresh Bhattacharya) জামিন সংক্রান্ত মামলায় সিবিআইয়ের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের ৷ 21 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি ৷

ETV Bharat
cal hc on ssc recruitment case

By

Published : Dec 15, 2022, 6:50 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ধৃত স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) জামিন সংক্রান্ত মামলায় সিবিআইয়ের থেকে রিপোর্ট তলব হাইকোর্টের । তদন্তের গতিপ্রকৃতি-সহ এখনও পর্যন্ত কী কী মামলা হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে সিবিআই'কে । 21 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি (Cal HC orders CBI to submit report on investigation against subiresh bhattacharya)।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুবীরেশ ভট্টাচার্য জামিন পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । আবেদন জানানো হয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে । এদিনের শুনানিতে সুবীরেশ ভট্টাচার্যর আইনজীবী অমলেশ রায় বলেন, "44 দিন ধরে জেলে রয়েছেন তিনি । তদন্তে অগ্রগতি নেই সিবিআইয়ের । চার্জশিট জমা দেওয়া হয়ে গিয়েছে । সুবীরেশ ভট্টাচার্য বারবার, তদন্তে সহযোগিতা করেছেন । তা সত্বেও তাঁকে আটকে রাখা হয়েছে । এবার তাঁকে জামিন দেওয়া হোক ।"

আরও পড়ুন:আপাতত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন, নির্দেশ হাইকোর্টের

পাশাপাশি সিবিআইয়ের আইনজীবী অরুন মাইতি বলেন, "পরবর্তীকালে তদন্তের জন্য সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন । এই তদন্ত চলছে,আদালতের নজরদারিতে ।" চাকরি প্রার্থীদের তরফেও আইনজীবী বলেন, "বড় দুর্নীতি । ইডিও মামলা দায়ের করেছে । এখন জামিন মঞ্জুর করলে সমস্যা হতে পারে ।"

অন্যদিকে, সুবিরেশ ভট্টাচার্যকে সিবিআইয়ের (CBI arrested Subiresh Bhattacharya) হেফাজতে দিতে আবেদনের পরেও 10 দিন সময় লাগবে, আলিপুর সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের এমন নির্দেশে চরম বিস্মিত ও বিরক্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । দক্ষিণ 24 পরগানার জেলা জজের কৈফিয়ত তলব করেছেন তিনি । 29 ডিসেম্বর সেই রিপোর্ট দিতে হবে । "প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতের দূরত্ব কত? তাকে কী তিহার জেল থেকে আনতে হবে, তাহলে বুঝতাম ৷" প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ।

ABOUT THE AUTHOR

...view details