কলকাতা, 15 ডিসেম্বর: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ধৃত স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) জামিন সংক্রান্ত মামলায় সিবিআইয়ের থেকে রিপোর্ট তলব হাইকোর্টের । তদন্তের গতিপ্রকৃতি-সহ এখনও পর্যন্ত কী কী মামলা হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে সিবিআই'কে । 21 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি (Cal HC orders CBI to submit report on investigation against subiresh bhattacharya)।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুবীরেশ ভট্টাচার্য জামিন পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । আবেদন জানানো হয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে । এদিনের শুনানিতে সুবীরেশ ভট্টাচার্যর আইনজীবী অমলেশ রায় বলেন, "44 দিন ধরে জেলে রয়েছেন তিনি । তদন্তে অগ্রগতি নেই সিবিআইয়ের । চার্জশিট জমা দেওয়া হয়ে গিয়েছে । সুবীরেশ ভট্টাচার্য বারবার, তদন্তে সহযোগিতা করেছেন । তা সত্বেও তাঁকে আটকে রাখা হয়েছে । এবার তাঁকে জামিন দেওয়া হোক ।"