কলকাতা, 7 মে:স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা করার উপরনিষেধাজ্ঞা আগেই ছিল, এবার সেই নির্দেশ না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ স্কুলের সঙ্গে জড়িত শিক্ষকরা আর গৃহশিক্ষকতা করতে পারবেন না, এই বিষয়ে বহু বছর ধরেই নিষেধাজ্ঞা রয়েছে । তবু বহু শিক্ষক সেই নিয়মে ফাঁকি দিয়ে দেদার ব্যাচের পর ব্যাচ পড়িয়ে চলেছেন বাড়িতে । তবে এবার তাঁদের জন্যই কঠোর ব্যবস্থা নিল কলকাতা হাইকোর্ট। যদি কেউ হাইকোর্টের এই নির্দেশ না-মানে তাহলে তাঁদের বিরুদ্ধে শিক্ষা দফতরকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷ এনিয়ে কী মত শিক্ষক সংগঠনগুলির ?
হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে শিক্ষক সংগঠনগুলি। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন এই বিষয়ে বলেন, "বাম আমল থেকেই এই নিয়ম জারি রয়েছে। তখনও বহু শিক্ষক বাড়িতে গৃহশিক্ষকতার কাজ করছিলেন। এর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে। আমাদের সংগঠন গৃহশিক্ষকতার বিরোধীতা করে। এব্যাপারে কোনও দ্বিমত নেই।" উল্লেখ্য, এই প্রসঙ্গে শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখাও করে সর্বভারতীয় গৃহশিক্ষক সংগঠনের পাঁচজনের প্রতিনিধি দল।