কলকাতা, 16 মার্চ:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ সংক্রান্ত মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গতকাল প্রধান বিচারপতি না-বসায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জরুরি ভিত্তিতে বিচারপতি টিএস শিভাগনামের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার আর্জি জানিয়েছিলেন । তারপরেই বিচারপতি মুখ্যমন্ত্রী কী মন্তব্য করেছিলেন, তা জানিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন (Mamata Banerjee Controversial Remark Issue) ।
এদিন সকালে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিকাশ ভট্টাচার্য । বিষয়টি জানার পর ডিভিশন বেঞ্চ দ্রুত মামলা দায়ের করার নির্দেশ দেয়। আদালতের প্রথমার্ধ শেষ হওয়ার সময় ফের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে প্রধান বিচারপতি জানিয়ে দেন, ডিভিশন বেঞ্চ বিষয়টি বিবেচনা করবে। আজ আর এই মামলার শুনানির সম্ভাবনা নেই । আগামিকাল বা সোমবার এই মামলার শুনানি হতে পারে (Cal HC on Mamata Banerjee Controversial remark)।