কলকাতা, 29 নভেম্বর: পশ্চিম মেদিনীপুরের কেশপুর ও উত্তর 24 পরগনার মিনাখাঁয় বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত হওয়া উচিত কি না, তা ঠিক করার দায়িত্ব কেন্দ্রকেই দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই মর্মে নির্দেশ দিয়েছে (Calcutta High Court orders Central Govt) ৷
রাজ্যের দেওয়া রিপোর্টের ভিত্তিতে এদিন কেন্দ্রকে আদালত নির্দেশ দিয়েছে এই ঘটনায় এনআইএ তদন্তের প্রয়োজন আছে কি না, সে বিষয়ে রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিয়ে কোর্টকে জানাতে (Calcutta HC on NIA probe in Keshpur and Minakhan bombing case) ৷ মামলাকারী অনিন্দ্যসুন্দর দাস সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে এই নিয়ে একটি জনস্বার্থ মামলা করেন হাইকোর্টে । এই আবেদনে জানানো হয়, চলতি মাসে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ও উত্তর 24 পরগনার মিনাখাঁয় পৃথক দুটি ঘটনায়, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ব্যাপক বোমাবাজি হয় । মিনাখাঁর বিস্ফোরণে এর কিশোরীর মৃত্যু হয়, কেশপুরে আহত হন এক তৃণমূল কর্মী (Keshpur and Minakhan bombing case) ৷