কলকাতা, 24 জানুয়ারি: মহার্ঘভাতা (ডিএ)-এর দাবিতে সরকারি কর্মীদের মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ মঙ্গলবার এই অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷ এদিন এই মিছিলের অনুমতি দিয়ে বিচারপতি জানিয়েছেন, 27 জানুয়ারি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলকাতা পৌরনিগমের সদর দফতর পর্যন্ত এই মিছিল করা যাবে (WB Govt employees rally demanding DA) ৷ তবে আমিনিয়ার সামনে অবস্থানে বসা যাবে না ।
তবে ওই দিন শহিদ মিনারে আন্দোলনকারীদের অবস্থানে বসার অনুমতি দিয়েছে হাইকোর্ট ৷ তবে শহিদ মিনার চত্বর পরিষ্কার করার দায়িত্বও নিতে হবে অবস্থানকারীদের । উল্লেখ্য, প্রায় 28টি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের যৌথ মঞ্চ ডিএ-র দাবিতে এই মিছিল করার অনুমতি চেয়েছিল পুলিশের কাছে । কিন্তু 27 জানুয়ারি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলকাতা পৌরনিগম পর্যন্ত এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ ।
আরও পড়ুন: 2016 এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে তপ্ত সল্টলেক