পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: মহার্ঘভাতার দাবিতে সরকারি কর্মীদের মিছিলে অনুমতি হাইকোর্টের

মহার্ঘভাতার দাবিতে 27 জানুয়ারি কলকাতায় মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলি ৷ মঙ্গলবার এই মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court order) ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট

By

Published : Jan 24, 2023, 4:57 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: মহার্ঘভাতা (ডিএ)-এর দাবিতে সরকারি কর্মীদের মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ মঙ্গলবার এই অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷ এদিন এই মিছিলের অনুমতি দিয়ে বিচারপতি জানিয়েছেন, 27 জানুয়ারি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলকাতা পৌরনিগমের সদর দফতর পর্যন্ত এই মিছিল করা যাবে (WB Govt employees rally demanding DA) ৷ তবে আমিনিয়ার সামনে অবস্থানে বসা যাবে না ।

তবে ওই দিন শহিদ মিনারে আন্দোলনকারীদের অবস্থানে বসার অনুমতি দিয়েছে হাইকোর্ট ৷ তবে শহিদ মিনার চত্বর পরিষ্কার করার দায়িত্বও নিতে হবে অবস্থানকারীদের । উল্লেখ্য, প্রায় 28টি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের যৌথ মঞ্চ ডিএ-র দাবিতে এই মিছিল করার অনুমতি চেয়েছিল পুলিশের কাছে । কিন্তু 27 জানুয়ারি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলকাতা পৌরনিগম পর্যন্ত এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ ।

আরও পড়ুন: 2016 এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে তপ্ত সল্টলেক

ফলে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয় সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ । 2022 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট ফের রাজ্যকে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় ৷ কিন্তু হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার ৷ যুক্তি দেওয়া হয় রাজ্যের পক্ষে মহার্ঘভাতা দেওয়া সম্ভব নয় । কারণ রাজ্যের কোষাগারে পর্যাপ্ত অর্থ নেই ।

সুপ্রিমকোর্টে এখনও সেই মামলা বিচারাধীন। মার্চে ফের শুনানি রয়েছে এই মামলার (WB DA case in Supreme Court)৷ রাজ্য সরকারি কর্মীদের অভিযোগ, ২০১৮ সাল থেকে হাইকোর্ট ও স্যাট একাধিক বার রাজ্যকে বকেয়া মহার্ঘভাতা দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য বারবার সেই নির্দেশ অমান্য করছে ৷ তাই তাঁদের প্রাপ্য আদায়ের দাবিতে পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন: 2.29 লক্ষ কোটি টাকার গরমিল মামলায় ক্যাগ ও অর্থ সচিবকে পার্টি করার নির্দেশ আদালতের

ABOUT THE AUTHOR

...view details