কলকাতা, 17 জানুয়ারি: সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্ত করতে সিবিআই ও রাজ্যের আইপিএসদের নিয়ে সিট গঠন করল কলকাতা হাইকোর্ট । আদালতের নজরদারিতে এই তদন্ত চলবে । কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সবরকম সহযোগিতা নেবে এই বিশেষ তদন্তকারী দল । তাঁরা নিজেদের নিচুতলার অফিসার নিয়োগ করতে পারবেন । ন্যাজাট থানায় যে এফআইআর দায়ের হয়েছিল তার সত্যতাও খতিয়ে দেখবে এই বিশেষ টিম ।
বর্তমানে ইসলামপুরে কর্মরত আইপিএস যশপ্রীত সিংকে রাজ্য এই টিমের জন্য নিয়োগ করা হয়েছে । সিবিআইকে আগামিকাল অর্থাৎ, বৃহস্পতিবারের মধ্যে তাদের অফিসার নিয়োগ করতে হবে। এরপরেও যদি তদন্তে আশানুরূপ ফল না-পাওয়া যায় তাহলে আদালত এই টিম বদল করতে দ্বিধা করবে না ৷ বুধবার এমনটাই জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ।
এমনকী হাইকোর্টের নির্দেশ ছাড়া চূড়ান্ত রিপোর্ট দেওয়া যাবে না। ন্যাজাট থানা বা বর্তমান আইও এই তদন্তে কোনওভাবে যুক্ত থাকতে পারবেন না । 12 ফেব্রুয়ারি এর পরবর্তী শুনানি হবে । ওইদিন তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিটকে । মামলার শুনানি শেষ হওয়ার পর বুধবার দুপুরে সিবিআইয়ের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) তৈরি হলে রাজ্যের তরফ থেকে সহযোগিতা পাওয়া যাবে না । সিবিআই তদন্ত করতে প্রস্তুত। সিবিআইয়ের পূর্ব অভিজ্ঞতা বলছে, আগেও রাজ্যের তরফে সিট গঠনের পরও কোনও সহযোগিতা পাওয়া যায়নি ।"