কলকাতা, 10 জানুয়ারি:প্রায় 43 হাজার কর্মরত প্রাথমিক শিক্ষকদের প্যানেল প্রকাশের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ৷ সেই নির্দেশই আজ খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ । মামলাটি ফেরানো হয়েছে সিঙ্গল বেঞ্চেই ।
10 দিনের মধ্যে 2016 সালের প্রাথমিক চাকরিপ্রার্থীদের প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সেই নির্দেশ বুধবার খারিজ করে দিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ ।
প্যানেল আগে প্রকাশ হলে তা আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । বিচারপতি সেন এ দিন নির্দেশে বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, প্যানেল যদি প্রকাশ করা না হয়ে থাকে, তবে তা যেন প্রকাশ করা হয় ৷ আর প্রকাশ হয়ে গেলে তার সিডি ও পেনড্রাইড আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছিলেন তিনি । ফলে আলাদা করে ফের প্যানেল প্রকাশ করার প্রয়োজন নেই ।
এ দিন আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী লক্ষ্মী গুপ্ত অভিযোগের সুরে বলেন, "কতবার প্যানেল প্রকাশ করা যায় ?" বিচারপতি সেন জানতে চান, "আপনারা প্যানেল প্রকাশ করেছেন ? যদি করেন, বিচারপতি বলেছেন সেটা আদালতে জমা দিতে । সেটা দিতে সমস্যা কোথায় ?"