কলকাতা, 16 মে:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়া অর্থাৎ হরিশ মুখার্জি রোড ধরে বুধবার হ্যারিকেন মিছিল করতে পারবেন না গ্রুপ-ডি চাকরি প্রার্থীরা ৷ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ । এমনকী এই মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটের নিকটবর্তী জায়গা দিয়েও যাওয়া যাবে না ৷ সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা মিছিলের অনুমতি দিলেও 24 ঘণ্টার মধ্যে নির্দেশ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ ৷ সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল রাজ্য সরকার ৷
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে, হরিশ মুখার্জী রোড ধরে কোনও মিছিল করা যাবে না ৷ একই সঙ্গে বদলাতে বলা হয়েছে মিছিলের সময়ও ৷ গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা জানিয়েছিলেন, তারা সন্ধে 6টায় মিছিল করতে চান ৷ কিন্তু এদিন ডিভিশন বেঞ্চ বলেছে, দুপুর 12টা থেকে বিকেল সাড়ে 4টের মধ্যে শেষ করতে হবে হ্যারিকেন মিছিল ।
শহিদ মিনার ময়দান থেকে মিছিল শুরু হবে । সেই মিছিল যাবে কালীঘাট পুলিশ স্টেশন পর্যন্ত । তবে সেই মিছিল কোনও ভাবেই হরিশ মুখার্জী রোড ধরতে পারবে না । হাজরা রোড দিয়েও মিছিল নিয়ে যাওয়া যাবে না ৷ পুলিশের পক্ষ থেকে একটি রুট তৈরি করে দেওয়া হবে এবং পুলিশ নিরাপত্তা সুনিশ্চিত করবে । তবে মিছিল থেকে কোনওরকমের স্পর্শকাতর মন্তব্য করা যাবে না। এসবই বলা রয়েছে ডিভিশন বেঞ্চের রায়ে ৷