কলকাতা, 18 মে: হাইকোর্টে ধাক্কা কলকাতা পুলিশের । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা পুলিশের দায়ের করা মানহানির মামলা বৃহস্পতিবার খারিজ করলেন বিচারপতি বিবেক চৌধুরী । কলকাতা পুলিশ আদালতে মানহানির মামলা করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে । 20 মে শুভেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ দেয় নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন শুভেন্দু । এদিন তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট । ফলে এই মামলায় যে স্বস্তি শুভেন্দু অধিকারীর তা বলাই যায় ।
গত 17 এপ্রিল নিজের টুইটারে মহারাষ্ট্রের নম্বর থাকা একটি বাসের ছবি পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । টুইটে বিরোধী দলনেতা অভিযোগ করেন, পুলিশি পাহারায় কয়লা এবং নিয়োগ দুর্নীতির নথি পাচার করা হচ্ছে ওই বাসে ৷ তাঁর দাবি ছিল, পুলিশি নিরাপত্তায় বাসটিকে পটুয়াপাড়া থেকে বের করে আনছে পুলিশ । তিনি এও দাবি করেন, ওই বাসটিতে টাকা রয়েছে । এই ঘটনায় সংশ্লিষ্ট ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ৷ এরপরই পুলিশি তদন্তে জানা যায়, ওই বাসে ছিলেন জেড প্লাস নিরাপত্তার সঙ্গে যুক্ত পুলিশ কর্মীরা ৷