পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা পুলিশের মানহানির মামলা খারিজ হাইকোর্টের - শুভেন্দুর বিরুদ্ধে পুলিশের মানহানি খারিজ

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিল কলকাতা পুলিশ ৷ সেই মামলায় এবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ৷

Etv Bharat
কলকাতা হাইকোর্ট

By

Published : May 18, 2023, 9:56 PM IST

কলকাতা, 18 মে: হাইকোর্টে ধাক্কা কলকাতা পুলিশের । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা পুলিশের দায়ের করা মানহানির মামলা বৃহস্পতিবার খারিজ করলেন বিচারপতি বিবেক চৌধুরী । কলকাতা পুলিশ আদালতে মানহানির মামলা করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে । 20 মে শুভেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ দেয় নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন শুভেন্দু । এদিন তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট । ফলে এই মামলায় যে স্বস্তি শুভেন্দু অধিকারীর তা বলাই যায় ।

গত 17 এপ্রিল নিজের টুইটারে মহারাষ্ট্রের নম্বর থাকা একটি বাসের ছবি পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । টুইটে বিরোধী দলনেতা অভিযোগ করেন, পুলিশি পাহারায় কয়লা এবং নিয়োগ দুর্নীতির নথি পাচার করা হচ্ছে ওই বাসে ৷ তাঁর দাবি ছিল, পুলিশি নিরাপত্তায় বাসটিকে পটুয়াপাড়া থেকে বের করে আনছে পুলিশ । তিনি এও দাবি করেন, ওই বাসটিতে টাকা রয়েছে । এই ঘটনায় সংশ্লিষ্ট ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ৷ এরপরই পুলিশি তদন্তে জানা যায়, ওই বাসে ছিলেন জেড প্লাস নিরাপত্তার সঙ্গে যুক্ত পুলিশ কর্মীরা ৷

পাশাপাশি এই ঘটনার সঙ্গে তথ্য পাচারের কোনও যোগ নেই বলেও সাফ জানিয়ে দেয় কলকাতা পুলিশ ৷ পুলিশের তরফে জানানো হয়, শুভেন্দুর করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা । কলকাতা পুলিশ এবং সিপি-র ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ৷ এই দাবি করে মানহানির মামলা দায়ের হয়েছিল নিম্ন আদালতে ।

আদালত সূত্রে জানা গিয়েছে, মামলার কিছু পদ্ধতিগত ত্রুটির জন্যই তা খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি । ফলে আগামী 20 মে বিরোধী দলনেতাকে হাজিরা দিতে হচ্ছে না নগর দায়রা আদালতে ।

আরও পড়ুন :শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ তুলে মানহানির মামলা রাজ্যের

ABOUT THE AUTHOR

...view details