কলকাতা, 11 মে:আগামী 15 মে'র মধ্যে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তের নিরাপত্তা পুনর্বহালের নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। রাজ্যকে তাদের বক্তব্য জানিয়ে সিঙ্গল বেঞ্চে হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে। সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনওরকম হস্তক্ষেপ নয় বলেও জানানো হয়েছে ডিভিশন বেঞ্চের নির্দেশে। এর আগে বিচারপতি মান্থার সিঙ্গল বেঞ্চ এই প্রাক্তন আমলার নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে রাজ্য।
এদিন রাজ্যের আইনজীবী দেবাশিস ঘোষ বলেন, "সিঙ্গল বেঞ্চ পঙ্কজ দত্তকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সাত জনের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। নিরাপত্তা তখনই দেওয়া হয় যখন থ্রেট পারসেপশন থাকে ৷ কিন্তু এই মুহূর্তে পঙ্কজ দত্তের বিরুদ্ধে তেমন কোনও হুমকি নেই।" প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, "কিন্তু হঠাৎ করে কারও নিরাপত্তা প্রত্যাহার করা যায় না। যদি প্রত্যাহার করতে হয় তাহলে বাকি 6 জনেরও করা উচিত ছিল। একজনের কেন? এটা ঠিক নয়।" রাজ্যের তরফে ফের বলা হয়, "এটা ফ্যাশন হয়ে গিয়েছে। নিরাপত্তারক্ষী রাখা। দরকার নেই তবু রাখতে হবে।"