কলকাতা, 27 জুন:জোর করে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে । মাদক মামলায় ফাঁসানোর হুমকিও মিলছে তৃণমূলের দিক থেকে ৷ এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন দুই সিপিএম পঞ্চায়েত প্রার্থী ৷ মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনকে এই দুই প্রার্থীর অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিল আদালত ৷ এর জন্য একটি স্বাধীন দল গঠন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আগামী সোমবার, 4 জুলাই এই মামলার পরবর্তী শুনানি।
এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চের নির্দেশ, মামলাকারীদের অভিযোগ নিরপেক্ষ ভাবে খতিয়ে দেখতে হবে কমিশনকে ৷ এর জন্য তাদের একটি স্বাধীন দল গঠন করতে হবে ৷ আগামী এক সপ্তাহের মধ্যে কমিশনকে এই সংক্রান্ত অনুসন্ধান রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷
দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবারের কালিনগর গ্রামপঞ্চায়েতে সিপিএম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন শ্যামল মণ্ডল এবং রেশমা অঙ্কুজি ৷ তাঁদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ তোলেন প্রার্থীরা ৷ বাদুড়িয়ায় সিপিএম প্রার্থীকে অস্ত্র দেখিয়ে জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷