পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাইকোর্টে করোনা উদ্বেগ ! রাজ্যের গাইডলাইন এলেই রেজিস্টার জেনারেলকে জানানোর নির্দেশ প্রধান বিচারপতির

Cal HC About Covid Guidelines: রাজ্যে 4জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মামলা চলাকালীন এজলাসে গভর্নমেন্ট প্লিডারকে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন রাজ্যের তরফে করোনার কোনও গাইডলাইন এলে তা যেন রেজিস্টার জেনারেলের কাছে দ্রুত পাঠিয়ে দেওয়া হয় ৷

Etv Bharat
হাইকোর্টে করোনা উদ্বেগ

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 6:58 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর: কলকাতা হাইকোর্টে করোনা উদ্বেগ । নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করলেন খোদ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । শুক্রবার একটি মামলা চলাকালীন তাঁর এজলাসে গভর্নমেন্ট প্লিডার উপস্থিত ছিলেন । তাঁকেই প্রধান বিচারপতি প্রশ্ন করেন, "পশ্চিমবঙ্গে তিনজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন । কেরলে 500-রও বেশি মানুষ করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত । রাজ্যের তরফে কি কোনও গাইডলাইন প্রকাশ করা হয়েছে ? এখন থেকেই কি মাস্ক পরা জরুরি ?"

প্রধান বিচারপতির এই প্রশ্নের উত্তরে গভর্নমেন্ট প্লিডার অনির্বাণ রায় জানান, রাজ্য সরকারের তরফে এখনও নিষেধাজ্ঞামূলক কোনও গাইডলাইন জারি করা হয়নি । তবে করোনা পরিস্থিতির দিকে রাজ্য কড়া নজর রাখছে । পরিস্থিতি উদ্বেগজনক হলে তবেই গাইডলাইন জারি করা হবে । এরপরই প্রধান বিচারপতি বলেন, "রাজ্যের তরফে কোনওরকম গাইডলাইন আসলেই তা যেন হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে পাঠিয়ে দেওয়া হয় । গাইডলাইন পাওয়ার পর এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষ ।"

ফের নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 335 জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে । মৃত্যু হয়েছে পাঁচজনের । এই মুহূর্তে সারাদেশে করোনা রোগীর সংখ্যা 1 হাজার 701 জন ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, কেরলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের । কেরল চিন্তা বাড়াচ্ছে নতুন করে করোনা সংক্রমণের । সেখানেই করোনার নতুন একটি ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে । যার নাম জেএন.1 । এখনও পর্যন্ত কেরলে একজনের শরীরেই এই ভাইরাসের অস্তিত্বের কথা জানা গিয়েছে ।

এদিকে এ রাজ্যে কলকাতার হাসপাতালে ভর্তি 4 জন ৷ তবে সেগুলি করোনা জে.এন 1 ভ্যারিয়েন্ট কি না,তা জানতে নমুনার জিনোম সিকোয়েন্স করা হবে ৷ কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্সে পাঠানো হবে ৷ তারপরই জানা যাবে এই চারজনের শরীরে করোনার নতুন রূপ আছে কিনা ৷

ABOUT THE AUTHOR

...view details