পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 31, 2020, 10:36 PM IST

Updated : Apr 1, 2020, 12:21 AM IST

ETV Bharat / state

টাকা না দিলেও আগামী 1 মাস বন্ধ হবে না কেবল পরিষেবা

টাকা দিতে না পারলেও আগামী একমাস চালু থাকবে কেবল টিভি পরিষেবা । আজই বিজ্ঞপ্তি জারি করল নবান্ন ।

image
ছবি

কলকাতা, 31 মার্চ : লকডাউনের জেরে বর্তমানে নানা সমস্যার সম্মুখীন মানুষজন । তাই গ্রাহকরা সাবস্ক্রিপশন ফি না দিতে পারলেও আগামী একমাস চালু থাকবে কেবল টিভি পরিষেবা। আজ এই নির্দেশিকা জারি করল নবান্ন।

লকডাউনের জেরে বন্ধ প্রায় সমস্ত পরিষেবা । অধিকাংশ মানুষের কাজও বন্ধ । পয়সা দিয়ে কেবল টিভি চালু রাখা তো দূর অস্ত, এই সময় দুবেলা খাবার জোগাড়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এদিকে লকডাউনের জন্য প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরনো যাচ্ছে না । খেলাধূলা, আড্ডা,জমায়েত বন্ধ সমস্ত রকমের বিনোদনের রসদ । এই সময় অনেকেই ঘরে ইনডোর গেম খেলে কিংবা টিভি দেখে সময় কাটাচ্ছেন । তাই সামগ্রিক পরিস্থিতি বিচার করে আজ রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

নবান্নর বিজ্ঞপ্তি

কেবল পরিষেবা চালু রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান। রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিরোধী দলনেতার চিঠিকে মান্যতা দিয়েই আজ এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।

Last Updated : Apr 1, 2020, 12:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details