নয়াদিল্লি, 7 জুলাই : দ্বিতীয়বার সরকার গঠনের পর সবথেকে বড় রদবদলের মুখে নরেন্দ্র মোদির সরকার । আজই শপথগ্রহণ করতে চলেছেন নতুন মন্ত্রীরা । বাংলা থেকে চারজন কেন্দ্রীয় মন্ত্রিসভায় সুযোগ পাচ্ছেন । তাঁদের মধ্যে রয়েছেন সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, জন বার্লা ও নিশীথ প্রামাণিক ।
রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী । এছাড়াও ইস্তফা দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক, সদানন্দ গৌড়া-সহ একাধিক বড় মুখ । নতুন মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন বেশ কিছু নতুন মুখ । সূত্রের খবর, বাংলার চার সাংসদকেই রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে ।
নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় ওবিসি প্রতিনিধিত্ব থাকছে 27 জনের । মহিলা মুখ থাকছে 11 জন । চারজন এমন থাকছেন, যাঁরা আগে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন । নতুন মন্ত্রিসভায় আইনজীবী থাকছেন 13 জন, চিকিৎসক থাকছেন 6 জন এবং ইঞ্জিনিয়র থাকছেন 5 জন । রদবদলের পর গুজরাতের 5 জন এবং উত্তরপ্রদেশ থেকে 7 জন জায়গা পাচ্ছেন নতুন মন্ত্রিসভায় । নতুন মন্ত্রিসভায় 14 জনের বয়স 50 বছরের কম ।
24 জন নতুন মুখ জায়গা পেতে চলেছেন নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় এক নজরে দেখে নেওয়া যাক আজ সন্ধ্যায় কোন কোন সাংসদ মন্ত্রী হিসেবে শপথ নেবেন :
- নারায়ণ তাতু রাণে
- সর্বানন্দ সোনোয়াল
- বীরেন্দ্র কুমার
- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
- রামচন্দ্রপ্রসাদ সিং
- পশুপতি কুমার পারস
- কিরেন রিজুজু
- হরদীপ সিং পুরি
- ভুপেন্দ্র যাদব
- পুরোষোত্তম রূপালা
- জি কিষাণ রেড্ডি
- অনুরাগ ঠাকুর
- পঙ্কজ চৌধুরি
- অনুপ্রিয়া সিং প্য়াটেল
- সত্যপাল সিং বাঘেল
- রাজীব চন্দ্রশেখর
- শোভা কারান্ডলাজে
- ভানুপ্রতাপ সিং বর্মা
- দর্শনা বিক্রম জারদোশ
- মীনাক্ষী লেখি
- অন্নপূর্ণা দেবী
- এ নারায়াণস্বামী
- কৌশল কিশোর
- অজয় ভাট
- বি এল বর্মা
- অজয় কুমার
- চৌহান দেবুসিং
- ভাগবন্ত খুবা
- কপিল মোরেশ্বর পাটিল
- প্রতিমা ভৌমিক
- ডঃ সুভাষ সরকার
- ভাগবত কিষাণরাও কারাদ
- রাজকুমার রঞ্জন সিং
- ভারতী প্রবীন পারওয়ার
- বিশ্বেশ্বর টুডু
- শান্তনু ঠাকুর
- মুঞ্জাপারা মহেন্দ্রভাই
- জন বার্লা
- এল মুরুগান
- নিশীথ প্রামাণিক