কলকাতা, 11 জানুয়ারি:লোকসভা নির্বাচনের আগে গ্রামীণ স্তরে বড় কর্মসংস্থানের সুযোগ দিল রাজ্য মন্ত্রিসভা । বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি মিলে 7 হাজার 216 জনকে নিয়োগ করা হবে । শীঘ্রই এই নিয়ে বিজ্ঞপ্তি দেবে রাজ্য সরকার ।
বৃহস্পতিবার নবান্নে ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠক ৷ বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের তিন মন্ত্রী মানস ভুঁইয়া, অরূপ বিশ্বাস ও শশী পাঁজা । সেখানেই মানসরঞ্জন ভুঁইয়া জানান, এ দিন ক্যাবিনেটে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পঞ্চায়েত স্তরে শীঘ্রই 6652টি শূন্যপদে নিয়োগ করা হবে ৷ একইভাবে পঞ্চায়েত সমিতির স্তরে 546টি শূন্যপদ দ্রুত পূরণ করা হবে । নবান্ন সূত্রে জানা যাচ্ছে, শীঘ্রই রাজ্য পুলিশেও নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে পারে । যে কোনও সময় রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে 12 হাজার কনস্টেবল নিয়োগ করা হতে পারে ।
এ দিন মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস । তিনি জানান, এ বার থেকে উদ্বাস্তু কলোনিকে আর ওই নামে ডাকা যাবে না । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তু কলোনির নতুন নামকরণ করেছেন । নয়া নাম হল স্থায়ী ঠিকানা । সেখানে থাকা মানুষদের সবাইকেই পাট্টা দিচ্ছে রাজ্য সরকার । ফলে তাঁরা নাগরিক নন এ কথাও আর বলা যাবে না । অরূপ আরও বলেন, ইতিমধ্যেই রাজ্যের 99% উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের পাট্টা দেওয়া হয়েছে । যাঁরা এখনও পাট্টা পাননি, শীঘ্রই তাঁদেরও পাট্টা দিয়ে দেওয়া হবে ।