কলকাতা, 6 মার্চ: রাজ্য মন্ত্রিসভা সোমবার বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট 2 হাজার 722 জনের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে । এর মধ্যে বৃহদাংশকেই অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হবে । জানা গিয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের 1 হাজার 729টি পদ পূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একই সঙ্গে গ্রন্থাগার দফতরের 738টি শূন্যপদেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে (cabinet approved recruitment) ৷
এছাড়া মন্ত্রিসভার বৈঠকে এদিন সিদ্ধান্ত হয়েছে কৃষি দফতরে 122টি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ হবে ৷ পাশাপাশি কোচবিহারে কেএলও ছেড়ে দেওয়া 2 জনকে ও ঝাড়গ্রামে মাওবাদ থেকে মূলস্রোতে ফেরা 22 জনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে । একইসঙ্গে এদিন রাজ্য সরকারের তরফ থেকে পুরুলিয়ায় 2টি একলব্য মডেল স্কুল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে (recruitment in WB Govt job)।
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে মাদ্রাসা শিক্ষা দফতরের একাধিক নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে । বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন । তবে এর মাঝেই সাগরদিঘি উপ-নির্বাচনে তৃণমূলের প্রার্থীর পরাজয় সংখ্যালঘুদের নিয়ে শাসকপক্ষকে নতুন করে ভাবতে বাধ্য করেছে । সংখ্যালঘুদের কতটা সমর্থন রয়েছে শাসক দলের পক্ষে একদিকে যেমন দলীয় স্তরে তা বোঝার চেষ্টা হচ্ছে । তেমনই সরকারি স্তরেও নিয়োগ সম্পন্ন করে সংখ্যালঘুদের ক্ষোভ মেটানোর চেষ্টা করা হচ্ছে ।