পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cabinet Meeting: রাজ্যে আরও 2 হাজার 722 পদে নিয়োগ, মিলল মন্ত্রিসভার ছাড়পত্র - recruitment in WB Govt job

রাজ্যে নতুন নিয়োগে ছাড়পত্র দিল মন্ত্রিসভা ৷ নিয়োগ হবে গ্রন্থাগার দফতর, মাদ্রাসা কমিশন ও কৃষি দফতরে (WB Cabinet meeting) ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Mar 6, 2023, 10:38 PM IST

কলকাতা, 6 মার্চ: রাজ্য মন্ত্রিসভা সোমবার বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট 2 হাজার 722 জনের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে । এর মধ্যে বৃহদাংশকেই অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হবে । জানা গিয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের 1 হাজার 729টি পদ পূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একই সঙ্গে গ্রন্থাগার দফতরের 738টি শূন্যপদেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে (cabinet approved recruitment) ৷

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে এদিন সিদ্ধান্ত হয়েছে কৃষি দফতরে 122টি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ হবে ৷ পাশাপাশি কোচবিহারে কেএলও ছেড়ে দেওয়া 2 জনকে ও ঝাড়গ্রামে মাওবাদ থেকে মূলস্রোতে ফেরা 22 জনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে । একইসঙ্গে এদিন রাজ্য সরকারের তরফ থেকে পুরুলিয়ায় 2টি একলব্য মডেল স্কুল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে (recruitment in WB Govt job)।

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে মাদ্রাসা শিক্ষা দফতরের একাধিক নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে । বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন । তবে এর মাঝেই সাগরদিঘি উপ-নির্বাচনে তৃণমূলের প্রার্থীর পরাজয় সংখ্যালঘুদের নিয়ে শাসকপক্ষকে নতুন করে ভাবতে বাধ্য করেছে । সংখ্যালঘুদের কতটা সমর্থন রয়েছে শাসক দলের পক্ষে একদিকে যেমন দলীয় স্তরে তা বোঝার চেষ্টা হচ্ছে । তেমনই সরকারি স্তরেও নিয়োগ সম্পন্ন করে সংখ্যালঘুদের ক্ষোভ মেটানোর চেষ্টা করা হচ্ছে ।

উল্লেখ্য, রাজ্যের গ্রন্থাগারগুলিতে দীর্ঘদিন ধরে শূন্যপদ পড়ে থাকার অভিযোগ উঠেছিল । এদিন এই নিয়োগ প্রসঙ্গে ওই দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদন মেলার পর গ্রামীণ লাইব্রেরিতে 738টি পদে নিয়োগ হবে । আমরা জেলা ম্যাজিস্ট্রেটকে চেয়ারম্যান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করব যাঁরা নিয়োগ কার্যকর করার কাজ করবেন । মন্ত্রীর কথায়, গ্রন্থাগার দফতর প্রতিষ্ঠার পর 41 বছরে প্রথমবারের মত এত বিপুল সংখ্যক নিয়োগ দেওয়া হবে । এরমধ্যে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ হবে উত্তর 24 পরগনায়, যেখানে নিযুক্ত হবেন 60 জন ৷

আরও পড়ুন: এর চেয়ে বেশি ডিএ দেওয়া সম্ভব নয়, পছন্দ না হলে মুন্ডু কেটে নিন, বিধানসভায় বললেন মমতা

এছাড়াও গ্রামীণ লাইব্রেরির জন্য পূর্ব বর্ধমানে 55 জন এবং দক্ষিণ 24 পরগনায় 52 জনকে নিয়োগ করা হবে । যে পদগুলি পূরণ করা হবে তার মধ্যে গ্রন্থাগারিক, সহকারি গ্রন্থাগারিক এবং অন্যান্য গ্রুপ সি ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে । উল্লেখ্য এই মুহূর্তে রাজ্যের গ্রামীণ গ্রন্থাগারের মোট সংখ্যা 1 হাজার 600 । কিন্তু সমস্যার বিষয় হল একজন গ্রন্থাগারিককে একাধিক গ্রন্থাগারে কাজ করতে হয় । এক্ষেত্রে একসঙ্গে 738 জনকে নিয়োগ দেওয়া হলে, দীর্ঘদিন ধরে গ্রন্থাগারগুলিতে লোক না-থাকার অভিযোগের নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন মন্ত্রী ।

ABOUT THE AUTHOR

...view details