পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sourav Ganguly: সৌরভের জন্মদিনে ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে সিএবি - CAB Celebrate birthday of sourav ganguly with cancer effected children

ক্যানসার আক্রান্ত শিশুদের নিয়ে সিএবিতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উদযাপন হল(Sourav Ganguly)৷ কেক কাটার পাশাপাশি এদিন শিশুদের নানাবিধ উপহার তুলে দেওয়া হয় ৷

Sourav Ganguly
সৌরভের জন্মদিনে ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে সিএবি

By

Published : Jul 8, 2022, 10:35 PM IST

কলকাতা, 8 জুলাই: 50তম জন্মদিনে একেবারে অন্য মেজাজে সৌরভ গঙ্গোপাধ্যায় । অন্যবারের থেকে এবারের জন্মদিনটা একেবারেই আলাদা । অন্যবার কলকাতায় থাকলেও বোর্ড সভাপতি এবারের জন্মদিনটা লন্ডনে পরিবারের সঙ্গে কাটান । বৃহস্পতিবার মাঝরাতে লন্ডনে দেখা গেল দারুণ এক দৃশ্য । বলিউড গানে নাচতে দেখা গেল সৌরভকে । সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা ও মেয়ে সানা-সহ পারিবারিক বন্ধুরা ।

বিসিসিআইয়ের সভাপতির পঞ্চাশতম জন্মদিনের রেশ বঙ্গ ক্রিকেটের হেড কোয়ার্টারেও । 48 ঘণ্টা আগে থেকেই বঙ্গ ক্রিকেটের সবচেয়ে বড় আইকন, বর্তমান বোর্ড প্রেসিডেন্টের জন্মদিন পালনের আয়োজন করা হয় । প্রধান প্রবেশদ্বার থেকে সিএবির অন্দর মহল সর্বত্র সৌরভময় । একটি ছোট তথ্যচিত্রও দেখানো হয় । সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া নিজে লন্ডনে রয়েছেন । সেখানে সৌরভের জন্মদিনে থেকে শুভেচ্ছা জানিয়েছেন ।

ভাই তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে সিএবির যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে কেক খাওয়ানোর মুহূর্ত

এদিন সিএবিতে আয়োজিত সৌরভের জন্মদিনে কেক কাটা হয় । ছিলেন সৌরভের দাদা এবং সিএবির যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । ছিলেন কোষাধ্যক্ষ এবং সম্পর্কে কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায়-সহ বাকি পদাধিকারীরা । সকলেই ভারতীয় বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট এবং প্রাক্তন ভারত অধিনায়কের সাফল্য কামনা করেন । কেক কাটার পাশাপাশি এদিন ক্যানসার আক্রান্ত শিশুদের হাতে উপহার ও ফলের ঝুড়ি তুলে দেওয়া হয়(CAB Celebrate Birthday of Sourav Ganguly with Cancer Effected Children)।

আরও পড়ুন :50 বসন্ত পার মহারাজের, জন্মদিনে ফিরে দেখা 'দাদার কীর্তি'

ABOUT THE AUTHOR

...view details