কলকাতা, 10 মে:নিরাপত্তার অভাব বোধ করছেন সদ্য নির্বাচিত সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস ৷ আর সেকারণেই নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নব নির্বাচিত বিধায়ক। সেইসঙ্গে দলবদলের জল্পনাতেও জল ঢাললেন কংগ্রেস বিধায়ক ৷
এই মুহূর্তে রাজ্যে একজনই কংগ্রেস বিধায়ক ৷ সাগরদিঘি উপ-নির্বাচনে তৃণমূলকে হারিয়ে রাজ্যে খাতা খুলেছে বাম-কংগ্রেস জোট প্রার্থী ৷ আর তাঁকে নিয়েই সম্প্রতি মন্তব্য করতে শোনা গিয়েছিল খোদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ৷ আর অভিষেকের সেই মন্তব্য প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বাইরন নিজেও ৷ আর তা নিয়েই জল্পনা শুরু হয় রাজ্য রাজনীতিতে ৷ প্রশ্ন ওঠে তবে কী বাম-কংগ্রেস জোটের বিধায়কও তৃণমূল শিবিরের দিকে পা বাড়াচ্ছে ? যদিও সেই জল্পনায় ইতি টানলেন বাইরন নিজেই ৷ সেইসঙ্গে বিধায়ক হওয়ার পর থেকে লাগাতার হুমকি ফোন পাওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিধায়ক। কংগ্রেস বিধায়কের অভিযোগ, কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানিয়েও কোনও ফল না-হওয়ার জেরেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালত সূত্রে খবর, বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে আগামী সোমবার মামলার শুনানি হবে।